সত্তর দশকের শুরুতেই কবি-সত্তার জন্ম রবীন্দ্রনাথ অধিকারীর । তাঁর সময়ের একজন প্রতিশ্রুতিশীল ও প্রতিনিধিত্বশীল এবং মৌলিক কবি হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। আধুনিক কবিতার দুর্গম পথে অর্ধশতকেরও বেশি কাল পেরিয়ে অক্লান্ত অভিযাত্রায় অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করেছেন তিনি। তার লেখালেখি শুরু ১৯৬৭ সাল থেকে। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। দৈনিক সংবাদ'-এ তিনি দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করছেন । গ্রাম থেকে গ্রামে, পথ থেকে পথে, খবরের পেছনের খবরের সন্ধানে তিনি ঘুড়ে বেড়ান। আত্মমগ্ন, লাজুক ও বিনয়ী রবীন্দ্রনাথ অধিকারীর কবি জীবনের ৩৩ বছর বয়সের সময়কালে ১৯৯৯ সালে প্রথম কাব্যগ্রন্থ শহর ছেড়ে চলে যাচ্ছি সুরতমা’ প্রকাশিত হয়। ২০০৫ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সূর্যাস্তের গোধূলি বিকেল'। তারপর একযুগেরও বেশি সময় বিলম্বে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ২০১৮ সালে ‘অনন্ত পিপাসার দীঘিজল' প্রকাশ পায়। ২০২০ সালে প্রকাশিত হয় 'মৃত্যু আমার পরমা সুন্দরী বোন' তাঁর চতুর্থ বই। তার ৫ম কাব্যগ্রন্থ 'পিঙ্গল বর্ণের অবিন্যস্ত চুল'। যা চলতি বছর ‘বইকুঞ্জ পাণ্ডুলিপি পুরস্কার-২০২২' পুরস্কৃত হয়েছে। দৈনিক সংবাদ, যুগান্তর, জনকণ্ঠ, সংবাদ প্রতিদিন, যায়যায়দিন, সময়ের আলো, দৈনিক নব-অভিযান, ভারত বিচিত্রা, কালি ও কলম-সহ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত ৪০টি কবিতা এ গ্রন্থে গ্রন্থিত হয়েছে। তার এই কাব্যগ্রন্থে একজন সম্পন্ন কবিকে খুঁজে পাওয়া যায়। কী বিষয়-বোধ, কী শিল্প-চেতনা, কী মৃত্যু-ভাবনা- সবখানেই কবি স্বকালকে ধারণ করে কালোতীর্ণ। মানুষ আর প্রকৃতির সঙ্গে তিনি, একাত্ম। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ তাঁর অন্বিষ্ট। তিনি প্রয়াত দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, স্বদেশ চেতনার কবি কামাল চৌধুরী, জাফর ওয়াজেদ, সোহরাব হাসান, দুলাল সরকারের সমসাময়িক। আমরা তার এ কাব্যগ্রন্থটি প্রকাশ করতে পেরে আনন্দিত। -প্ৰকাশক