আল মামুন-- আমাদের প্রিয় কবিবন্ধু আসিফ মামুন। কবিতায় বসবাসে পরমানন্দ! কবিতাই দারুণ নেশা। অমীয় প্রাণশক্তি। পেশা সহকারি পরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। দীর্ঘ দেড় যুগের লেখালেখিতে বেশ পরিচিত মুখ। কবিতা, ছড়া, জীবনের গল্প, দ্রোহ, প্রেম, ও সমসাময়িক বিষয়ে আগ্রহ। দেখার দৃষ্টি একান্ত 'নিজের মতো'। ইউনিক তাঁর বলার ভঙ্গিও। গতানুগতিক ধারার বাইরে ভাবতে পারেন স্বাচ্ছন্দে। জাতীয় দৈনিক, মাসিক, সাপ্তাহিক ও অনলাইন পত্র-পত্রিকায় সরব উপস্থতি। প্রকাশিত লেখার সংখ্যা তিন শতাধিক। 'প্রভাত পাখির গান' দিয়ে শুভসূচনা। এরপর 'রূপালি রোদ্দুর', 'অতঃপর বসন্ত' এবং 'মেঘের কাগজে রংধনু'। জোর গতি চলছে কলমের মহিমা। আসিফ মামুনের জন্ম পিরোজপুরের নেছারাবাদ থানার ছারছীনা গ্রামে। বাবা আবুল কালাম। মা সুরাইয়া আকতার। 'তিলোত্তমা প্রেয়সী' সন্ধ্যা নদীর কোলে বেড়ে ওঠা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গোল্ডেন পেয়েছেন ঐতিহ্যবাহী ছারছীনা আলিয়া থেকে। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ও স্নাতকোত্তর। ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়। আধ্যাত্মীক পীর শাহ নেছারুদ্দীন আহমদ (রহ.) ও কবি আহসান হাবীবের সবুজিয়া মফস্বল ছেড়ে এসেছেন ব্যস্ত শহরে। ভোলেননি সোঁদা মাটির গন্ধ। সবুজের ঘোর আশ্রয়। উথাল-পাতাল নদীর ঢেউ দোলানো মায়া। তাঁর কবিতায় জেগে ওঠে জীবনানন্দ, জসীম উদ্দিন ও আল মাহমুদ পরবর্তী ছায়াঢাকা, পাখিডাকা মনপাগলের গ্রাম। কবির প্রেয়সী নুরুন নাহার মুনাকে উৎসর্গ করা 'মায়াবী সন্ধ্যায় চিরদিন'' প্রেয়সী হয়ে উঠুক সবার।