দিলরুবা শাহাদৎ। কবিতা সংসারে এক সচল অভিযাত্রী। বৈচিত্র্যময় কবিতার ভুবন তাঁর। তিনি কাবিতাকে নিয়েছেন আপন সত্তার গভীর পরম মমতায় ভালোবেসে। কবিতা তাঁকে নিয়েছে শব্দনিকুঞ্জের গভীর ছায়ায়। কবিতা বিনির্মাণে দিলরুবা শাহাদৎ যেমন অক্লান্ত, তেমনি আন্তরিক। তাঁর কবিতায় অবলীলায় ছায়া ফেলে মানুষের নানামাত্রিক জীবন, ছায়া ফেলে রোদবৃষ্টির গল্প। তিনি হৃদয়াবেগে ছবি আঁকেন বাংলাদেশের ষড়ঋতুর যেখানে আমরা পাই হেমন্ত, শীত, বসন্ত-বর্ষার মতো ঋতুসম্ভার। নির্দ্বিধায় তাঁকে বলা যায় কবিতা-অন্তপ্রাণ এক নিষ্ঠাবান কবি। এই বইয়ের কবিতাগুলো বিশেষ এক সময়কে ধরে রেখেছে শাব্দিক আভরণে। একটা বেদনাবিধুর সময়ের ছবি তিনি আঁকতে চেয়েছেন তাঁর সুনিপূণ কাব্যশৈলীর মাধ্যমে। কৃতিত্বে ভরা জীবন তাঁর। লেখালেখি এবং সমাজসেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি অর্জন করেছেন অনেক পুরস্কার, পদক, সম্মাননা ও সংবর্ধনা। তাঁর অর্জন যুক্ত হয়েছে সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতিপদক, রাজশাহী সাহিত্য-পরিষদ পুরস্কার, ঈশ^রদী নোঙর সাহিত্য পুরস্কার, ঢাকার বেগম রোকেয়া পদক, বগুড়ার দুপচাঁপিয়া লেখক সংঘ পুরস্কার, সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতিপদক, বগুড়া কবিতা সংঘ-স্বর্ণপদক, ঢাকার মওলানা ভাসানী স্মৃতি পদক ও সৈয়দপুর শিলা সাহিত্য সংসদ পদক। একক ১৩টি কবিতার বই ছাড়াও তিনি বিশিষ্ট কবি মহফিল হক-এর সঙ্গে যৌথবাবে সম্পাদনা করেছেন ‘মুক্তিযুদ্ধের শিশুসাহিত্য’। সংবর্তক নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন। এছাড়া তাঁর নিজের সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘অঞ্জলিকা’ তো রয়েছেই।
কবি দিলরুবা শাহাদৎ কাব্যিকতা যার জীবনে। একাকার হয়ে গেছে। তাঁর লেখনীর ভেতর আছে যেমন সহজতা, শ্যামলিমা তেমন আছে সুখ-দুঃখ, প্রেমবিরহের মিশ্রতা। কবিতার ভুবনে হাঁটতে হাঁটতে তিনি প্রকৃতির সবুজ মাখিয়েছেন কবিতার দেহে। পাঠক বিমুগ্ধ হয়। প্রকৃতির প্রাত্যহিক সবুজ তাকে টেনে আনে। দেশ-বিদেশের সৌন্দর্য তাঁর কবিতায় বিমূর্ত হয়েছে। পাঠক পাচ্ছেন বিচিত্র আস্বাদ। তাঁর কবিতায় পাঠক পাবেন সৌন্দর্য বিলাস, বিপুল জ্যোৎস্না।। কবি দিলরুবা শাহাদৎ-এর মােট এগারােটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বসন্ত স্বপ্নের আলােছায়ায়’ কবির বারােতম প্রয়াস। নিয়মিত সম্পাদনা করছেন মননশীল। সাহিত্য পত্রিকা ‘অঞ্জলিকা। লেখালেখি এবং সমাজসেবার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি পেয়েছেন অনেক পুরস্কার, পদক, সংবর্ধনা এবং সম্মাননা। অসামান্য সাফল্যের জন্য তিনি অর্জন করেছেন ভারতের উত্তরবঙ্গ ‘নাট্যজগত সাহিত্য পুরস্কার শিলিগুড়ি, ‘সতেন্দ্রনাথ দত্ত সাহিত্য পুরস্কার, ‘কোলকাতা মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড’, কোলকাতা ও মুর্শিদাবাদ বালুচর সাহিত্য পদক। নিজস্ব এতিমখানাসহ বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, এতিমখানায় তিনি নিয়মিত সাহায্য-সহযােগিতা করে থাকেন। স্বামী মােঃ শাহাদৎ হােসেন প্রতিষ্ঠিত শিল্পপতি, সমাজসেবী।