ফ্ল্যাপে লিখা কথা উৎসুক কম্পার্টমেন্ট কবি ওমর বিশ্বাসের তৃতীয় কবিতা বই। তার প্রথম কবিতা গ্রন্থ ‘নারী পুরুষ মৃত্তিকা’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর ২০১২ সালের ফেব্রুয়ারির বইমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় কবিতা বই ‘নীল জোছনার মায়া’। বইটি ব্যাপকভাবে পাঠকমহলে সমাদৃত হয়। মায়াবী উপস্থাপনা কৌশলে কবি পারঙ্গম। কবি ইতোমধ্যে কবিতায় তার নিজস্ব কাব্যভাষা তৈরি করে নিয়েছে। ‘নীল জোছনার মায়া’ কাব্যে তা সার্থক ভাবে ফুটে উঠেছে। ভাব আর উপস্থাপনার মিলে মিশে হয়েছে তার কবিতায় মন্সিয়ানার সাথে। কবিতাও কবির কাছে ধরা দেয় সাবলীল ভাবে।
ওমর বিশ্বাস নব্বই দশকের কবি। গল্প, প্রবন্ধ রচনা ও সম্পাদনার ক্ষেত্রেও রয়েছে তার যথেষ্ট সৃজনশীল ভূমিকা। শিশুসাহিত্যের প্রতি রয়েছে তার বিশেষ আকর্ষণ। ‘দলনেতা টেংকু’ তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ২০০৯ সালে। সাক্ষাৎকারধর্মী ‘কথোপকথন আল মাহমুদ’ (২০০৫) তার উল্লেখযোগ্য গ্রন্থ। বইটি বাংলাসাহিত্যে একটি অমূল্য সংযোজন। এছাড়াও তার সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘চাঁড়ুলিয়া’ সহ বিভিন্ন গ্রন্থ ও ম্যাগাজিন তাকে একজন শক্তিশালী সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেয়।
ওমর বিশ্বাস ১৩ নভেম্বর ১৯৭২ সালে গাজীপুর সেনানিবাসে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁড়ুলিয়া গ্রামে।