হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির ঘরে ঘরে তাঁর প্রতি অপরিসীম শদ্ধা, ভালোবাসা আর অনুরাগের অপূর্ব মিশেলে চমৎকার এক আবেশ ছড়িয়ে আছে। নয়ন সম্মুখে তিনি নেই। তবুও সবার অনন্য ভালোবাসায় সিক্ত মহান এই মানুষটি। বাঙালির প্রাত্যহিক জীবনযাপনে, কর্মচাঞ্চল্যে, চিন্তা-চেতনায় বঙ্গবন্ধু আছেন সবসময়ই। তাঁকে বাংলাদেশের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। যদিও অনেক ষড়যন্ত্র হয়েছে, স্বৈরাচারীর কঠিন নিষ্পেষণ চালানো হয়েছে তাঁর নাম, তাঁর অনিন্দ্য চেতনা মুছে দিতে। নানাভাবে কলঙ্কিত করতে অপতৎপরতা চালানো হয়েছে। কিন্তু সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু রয়ে গেছেন সবার অন্তরে একজন পরম প্রিয় ব্যক্তি হিসেবে। তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্বপড়ব দেখেছেন। যোজন যোজন দূরের স্বাধীনতার স্বপড়বকে বাস্তবে রূপ দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহানায়ক হিসেবে বিবেচিত হয়েছেন বিশ্বজুড়ে। তাঁর দীর্ঘ সংগ্রাম, এদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অপরিসীম ত্যাগ, জেল-জুলুম নির্যাতনের ঘটনাগুলো আমাদের প্রতিনিয়ত আলোড়িত করে। তাঁর রাজনৈতিক জীবনের নানা গল্প সবাইকে চমকিত করে। এর পরও বঙ্গবন্ধুকে আমরা কতটা চিনি? একজন সংগ্রামী রাজনৈতিক নেতা, একজন জাতির পিতা, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রনায়ক, হাজার বছরের সেরা বাঙালি হিসেবে তাঁর জীবনের নানা অধ্যায়ের কথা হয়তো আমরা কমবেশি জানি। কিন্তু একজন মানবিক, বন্ধুবৎসল, দরিদ্র অসহায় দুস্থ মানুষের প্রতি সহানুভূতিশীল, শিক্ষকদের প্রতি পরম ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ দায়িত্বশীল, সহজসরল কোমলপ্রাণ মানুষ বঙ্গবন্ধুকে চিনতে, জানতে হলে তাঁর জীবনের অজানা গল্প শুনতে হবে। বাঙালি এবং বাংলাদেশের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই নেওয়া অনন্য মহান এই মানুষটিকে ভিনড়বভাবে পরিচয় করাতে তাঁর জীবনের কিছু ঘটনার বিবরণ তুলে ধরার প্রয়াসে আমার সামান্য নিবেদন এ বইটি। যা সব পাঠকের মন ছুঁয়ে যাবে। নতুন প্রজন্ম যেন ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ, সাহস এবং মানুষের প্রতি ভালোবাসা নিয়ে বড় হতে পারে, মানবতার চেতনায় শুভবোধ নিয়ে গড়ে উঠতে পারে। বঙ্গবন্ধুর আদর্শে মেধা ও মননে দেশ, জাতি, মানুষ সংক্রান্ত ভাবনায় অঙ্গীকারাবদ্ধ হতে পারে জাতির ৮ স্বাধীনতার স্বপড়বদ্রষ্টা পিতার স্বপড়ব পূরণে। বঙ্গবন্ধু যেনো হয়ে ওঠেন তাদের জীবনে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব, রিয়েল লাইফ হিরো। আমার এ বইটি তেমনই একটি প্রচেষ্টা। ইতিহাসের পাতা ঘেঁটে, বিভিনড়ব বইপত্র, সাময়িকীতে প্রকাশিত নিবন্ধÑ ফিচার পাঠ করে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা, গল্পগুলো তুলে আনা হয়েছে। যা পড়ে আমি নিজেই আবেগে আপ্লুত হয়েছি, বুকের ভেতরটা দুঃখবেদনায় ভারি হয়ে উঠেছে, এমন একজন মহান স্বর্ণহৃদয়ের মানুষটিকে অকালে অসময়ে হারিয়ে ফেলেছি বলে। বঙ্গবন্ধু আমাদের চোখের সামনে না থাকলেও তাঁর উজ্জ্বল আদর্শ, সংগ্রামী জীবনের নানা নাটকীয় ঘটনা, ব্যক্তিজীবনে মানবিক মানুষ হিসেবে নানা গুণাবলী, মেধা ও মননশীলতায় অসাধারণ যোগ্যতা ধারণ করার অপরিসীম ক্ষমতা অনন্তকাল ধরে অনুপ্রাণিত করে যাবে, উদ্দীপ্ত করে যাবে আমাদের। তাঁর মহান আদর্শ লালন এবং ধারণ করে এগিয়ে যাবো আমরা সোনালি ভবিষ্যতের দিকে। এই প্রত্যাশায় আমার এবারের নিবেদন ‘স্বাধীনতার স্বপড়বদ্রষ্টা’। বইটি প্রকাশনার ব্যাপারে প্রকাশক নির্বাচন, সার্বিক তত্বাবধান ও কিছু তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য খুলনার আরেকজন কবি ও কথাসাহিত্যক অনুজপ্রতিম জি এম রুহুল আমিনের অবদান অনস্বীকার্য। পাইকগাছা সরকারি কলেজে অধ্যয়নরত রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ আসলাম হোসেন মুদ্রণে সহায়তা করেছে। পরিশেষে ঢাকার স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কারুবাক-এর স্বত্বাধিকারী জনাব গোলাম কিবরিয়া ভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ বইটি যতড়ব সহকারে প্রকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা পালন করার জন্য।