আবুল বৃত্তান্ত, ব্রত রায় ব্রত রায়ের ছড়ায় আবুল এক বর্ণাঢ্য চরিত্র। আবুল মানে স্রেফ এক বোকাসোকা বঙ্গতনয় নয়, আবুল হলো ব্রত রায় যাকে দিয়ে কিছু বলাতে চান, করাতে চান-সেই লোকটি। আবুলের বয়েস পঁচিশ থেকে পঁচাশি। পেশা বেকারত্ব থেকে মন্ত্রিত্ব। কখনো আবুল ব্রত রায় নিজেই, কখনো আবুল তাঁর প্রতিপক্ষ। ব্রত রায়ের ছড়ায় সিরিয়াস রাজনৈতিক বা সামাজিক ইস্যু বা রঙ্গকৌতুকের গল্পটি ফুটিয়ে তোলে আবুল নামের এই আপাত নিরীহ চরিত্রটি। আবুল মিয়ার বয়স কত? কোন জেলাতে বাড়ি? আবুল মিয়া গুম্ফধারী? আছে রঙিন দাড়ি? আবুল মিয়া চাকরি করে? আবুল কি ব্যবসায়ী? আবুল হোসেন বডি বানায়? আবুল কি ধূমপায়ী? আবুল মিয়া সৎ স্বভাবের? আবুল করে চুরি? আবুল কি যায় কেএফসিতে? আবুল কি খায় মুড়ি? আবুল মিয়া হ্যাংলা? মোটা? আবুল তবে টেকো? কোঁকড়া চুলও হতেই পারে এটাও মনে রেখো। আবুল বুঝি ভীষণ চালাক? আবুল বুঝি বোকা? আবুল কি এক মূর্খ মানব? কিংবা বইয়ের পোকা? আবুল কবি? গায়ক বুঝি? কিংবা ছবি আঁকে? আবুল মিয়া গ্রীষ্মকালে ডিওডোরেন্ট মাখে? আবুল তবে বিবাহিত? আবুল কি প্রেম করে? বাচ্চা আছে দুতিনটি কি আবুল মিয়ার ঘরে? ব্রতই তবে আবুল মিয়া? আবুল মিয়াই ব্রত? সমস্যা তো মিটেই যেত এমন যদি হত!