সহজ কথা সহজ করে বলা বা লেখা খুবই কঠিন। শিশু-কিশোর মন সরল ও সহজিয়া। তাদের মনোজাগতিক মনস্তত্ত্ব বোঝা বা উপলব্ধি করা একজন পরিণত ও বয়স্ক মানুষের পক্ষে খুবই কঠিন। শিশু-কিশোরদের মনস্তত্ত্ব বাংলা সাহিত্যে সঠিক ভাবে অনুধাবণ করতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং চলচ্চিত্রে সত্যজিৎ রায়। তাই দু’জনের শিশুতোষ সাহিত্য ও চলচ্চিত্র সৃজনগুলো সব বয়সী মানুষের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে বা পাচ্ছে আজ অব্দি। বিশ্ব সাহিত্য ও চলচ্চিত্রে এ ধরনের অনেকগুলো সর্বজীন সৃজনকীর্তি আমরা পাই। বর্তমানে বাংলাদেশে শিশু ও কিশোর পাঠোপযোগী সাহিত্যে অপ্রতুলতা রয়েছে। তবে যে ক’টি পাঠোপযোগী প্রকাশনা বাজারে আছে সেগুলোর বেশ ভালো কাটতি আছে। যে-গুলো শিশু-কিশোর মনস্তত্ত্ব ছুঁতে পারেনি সে-গুলোর কাটতি না থাকারই কথা। ‘মেঘের আড়ালে রংধনু’ সামাজিক নীতি-নৈতিকতামূলক বার্তা নির্ণয়ক ছোটদের গল্পগ্রন্থ। লেখক আ. জ. ম সামশুল হকের এটা প্রথম প্রকাশিত গ্রন্থ। তিনি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবি। স্কুল-জীবন থেকেই তাঁর লেখা-লেখি চর্চা এবং পরিণত বয়সে তা নেশা হয়ে দাঁড়ায়। অবসর জীবনে এই লেখালেখি উপভোগের বিষয়-আশয় হয়ে দাঁড়িয়েছে। গল্পগ্রন্থের প্রতিটি গল্পের উপজীব্য বার্তায় যে নৈতিকতার জানান দেয়া হয়েছে তা জনকল্যাণ ও পরিশুদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে কি-না তা লেখকের মুন্সিয়ানার উপর নির্ভর করে। আশা করি পাঠক তা খুঁজে পাবেন। এতেই প্রকাশক হিসেবে আমার পরম প্রাপ্তি। আশা করি গ্রন্থটি সব বয়সী পাঠকের কাছে বরণীয় হবে কি-না তা তারাই নির্ধারণ করবেন।