প্রি-অর্ডারের এই পণ্যটি 31 Dec 2024 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কমিয়ে দেখুন
সময় বাড়লো ক্লিয়ারেন্স সেল অফারের! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
সময় বাড়লো ক্লিয়ারেন্স সেল অফারের! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
আমরা সত্য দেখতে বা জানতে চাই। সত্য দেখতে কেমন? এর কোনো কল্পনাও করা যাবে না। সত্য কেমন? অনুভবের পূর্বে এর কোনো ধারণা হতে পারে না। সত্য কেমন? কোনো শব্দ দিয়ে বলা হয়নি, আর কোনো চিত্রে আঁকাও হয়নি। সত্য কেমন? অপরিভাষ, অনির্বাচন। যখন সত্যের পর্দা উন্মোচন হবে; তখন মুসলমানরাও কাঁদবে, হিন্দুরাও কাঁদবে, বৌদ্ধরাও কাঁদবে, খ্রিস্টানরাও কাঁদবে; হৃদয় থমকে দাঁড়াবে। যখন সত্যের পর্দা উন্মোচন হবে, তখন যারা যাকিছু মেনে চলেছিল; তারা অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ তখন তারা বুঝতে পারবে তারা যা যা এতদিন মেনে চলেছে সত্য তো তেমন নয়। যারা চিন্তা করেছিল পরমাত্মা ত্রিমুখী বা ত্রিমূর্তি, তারাও অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যারা অন্যভাবে চিন্তাভাবনা করেছিল তারাও অবাক হয়ে দাঁড়িয়ে থ াকবে। কারণ সত্য যেমন তেমনভাবে কখনোই বলা হয়নি এবং কখনো শব্দ দিয়ে সত্য বলাও যাবে না। সত্য যেমন তেমনভাবে কোনো শাস্ত্রে শাস্ত্রে ব বা কিতাবে লেখা হয়নি, এবং লেখাও যাবে না। সত্য যেমন তেমন তো জানাই যেতে পারে। যে সত্যকে জেনে যায় সে বোবাদের মতো হয়ে যায়, বলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারপরও বলতে পারে না। আর যা যা বলা হয়েছে, তা বলার কারণে অসত্য হয়ে গেছে; সত্য বলার সাথে সাথে অসত্য হয়ে যায়।