স্বকৃত নোমান জনম : ৮ নভেম্বর ১৯৮০ পেশা : সাংবাদিকতা
স্বকৃত নোমান - ঔপন্যাসিক-প্রাবন্ধিক-সাংবাদিক। বাংলাদেশের উপন্যাস-সাহিত্যে এই তরম্নণ লেখক ইতোমধ্যে দৃষ্টিগ্রাহ্য মাত্রা সংযোজন করেছেন। স্বকৃত নোমানের রাজনটী উপন্যাস কথাসাহিত্য শাখায় ২০১১ সালের ‘এইচএসবিসি-কালি ও কলম তরম্নণ কবি ও লেখক পুরস্কার’ অর্জন করেছে। ত্রিপুরা রাজ্যের বিস্মৃত এক কিংবদমিত্মকে অবলম্বন করে গড়ে উঠেছে রাজনটী উপন্যাস।
একদা সর্বজনবন্ধিতা ও পরিণামে সবার অলক্ষ্যে রাজপুরীত্যাগিনী হেলায় হারানো রাজসমারোহ থেকে শুধু আত্মসম্মানটুকু সম্বল করে অজানা পথে অনির্দেশিত নিয়তিযাত্রা, নায়িকা গুলনাহারের একক অভিযাত্রা - সব মিলিয়ে অসামান্য এক উপন্যাস রাজনটী। এই বই বাঙালি নারীর মর্যাদা ও সম্মান, অবস্থা ও অবস্থান সুরক্ষার অভিযানে দুর্লভ এক শিল্পসৃষ্টি। কিংবদমিত্মকে উপন্যাসিক অবয়ব দেওয়ার ক্ষেত্রে লেখক এখানে যে শিল্পিতার পরিচয় দিয়েছেন, নিঃসন্দেহে তা নিজস্বতাচিহ্নিত।
স্বকৃত নোমান সিরিয়াস ধারার কথাকার - শিল্পকে পণ্যায়নের তিনি ঘোর বিরোধী। কথান্যাসে আছে তাঁর স্বকীয়তার পরিচয়, তাঁর ভাষায় আছে শিল্পের আল্পনা। বাংলাদেশের কথাসাহিত্যে তিনি উলেস্নখযোগ্য অবদান রাখতে সমর্থ হবেন বলে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। ‘এইচএসবিসি-কালি ও কলম তরম্নণ কবি ও লেখক পুরস্কার’ অর্জন করায় স্বকৃত নোমানকে আমরা অবারিত অভিনন্দন জানাই।
Title
রাজনটী (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১১)
স্বকৃত নোমান বাংলা ভাষার কথাশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায়। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। প্রকাশিত উপন্যাস : রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা, মায়ামুকুট। গল্পগ্রন্থ : নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক, ইবিকাসের বংশধর, বানিয়াশান্তার মেয়ে। এ ছাড়া রয়েছে বিভিন্ন বিষয়ে আরও বই। পাঠক সমাবেশ প্রকাশ করেছে দুই খণ্ডে ‘উপন্যাস সংগ্রহ’ এবং এক খণ্ডে ‘গল্পসংগ্রহ’। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত।