বর্তমান বইটির লেখক স্বপন পাল লিখেছেন, “আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা নজরুলকে বিভিন্ন মতাদর্শভুক্ত করতে গিয়ে তাঁর একটি খণ্ডিত রূপকেই সামনে নিয়ে আসেন এবং তাদের পক্ষে ব্যবহার করতে চান। বিশেষত এখন, যখন নানাদেশে ধর্মীয় উন্মাদনার একটা প্রভাব চলছে, তখন তথাকথিত অনেক উদার মানুষকেও দেখি নজরুলকে 'মানুষের মুক্তির কবি থেকে বিশেষ সম্প্রদায়ের' কবি হিসেবে 'বন্দী' করার অপপ্রয়াস চালাতে।" স্বপন পাল এই অপপ্রয়াসের স্বরূপ প্রকাশ করতেই কলম ধরেছেন এবং এ ব্যাপারে তিনি সার্থকতামণ্ডিত হয়েছেন বলেই আমি মনে করি । তাঁর বইটি এগারোটি অধ্যায়ে বিভক্ত। সেগুলি হলো, নজরুলকে চাই, কীভাবে চাই কতটুকু চাই? নজরুল, ধূমকেতু এবং কমিউনিস্ট পার্টি প্রসঙ্গ, রাজনীতিক নজরুল, রবীন্দ্র-নজরুল সম্পর্কের রসায়ন এবং ভাবনার নানামুখী অলিন্দ, নজরুলের 'নজরুল' হয়ে ওঠা : গোড়ার কথা, বাংলার নবজাগরণের পূর্ণতা দিয়েছিলেন নজরুল, এই অসাম্য, এই ভেদ-জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম, রুদ্ধ নজরুল! নিষিদ্ধ নজরুল!, বাঙালি অস্তিত্বের সদা জীবন্ত সংযোগ নজরুল, শেখ মুজিব এবং বাংলাদেশ, নজরুল : এ লিভিং লিংক, তুমি থাকবে, তুমি আছো আমাদের নিত্য দুঃখ জয়ের সংগ্রামে। অধ্যায়ের শিরোনামগুলো দেখলেই স্বপন পালের বক্তব্যের দিশা পাওয়া যায়। নজরুল সম্পর্কে আমাদের দেশে অনেকেই অনেক লেখা লিখেছেন। সেসবের পরও স্বপন পালের বইটি অন্যতর বৈশিষ্ট্যের ধারক হয়েছে। - যতীন সরকার