প্রতিটি মানুষই মেধাবী। তবে একেক জন একেক ক্ষেত্রে। আমাদের কাজ হচ্ছে শুধু নিজের মেধাটা খুঁজে বের করা এবং পর্যাপ্ত শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নিজেকে দেশ ও দশের কল্যানে কাজে লাগানো। বর্তমান শিক্ষা ব্যবস্থায় একাডেমিক ভারি পাঠ্যসূচির পাশাপাশি আধুনিক সমাজে নিজেকে খাপ খাইয়ে নিয়ে সফলতা অর্জনে মানবিক কিছু গুনাবলির শিক্ষাও জরুরী। জীবন চলার পথকে সহজ করার এসকল দক্ষতাকে জীবন দক্ষতা বলে। গ্রামের অবহেলিত বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উচু দালানের শহুরে ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীরাও আজ জীবন দক্ষতার অভাবে পিছিয়ে পরছে। উন্নত দেশগুলোতে এমনকি প্বার্শবর্তী ভারতেও সাধারন শিক্ষার পাশাপাশি জীবন দক্ষতার জন্য সরকারী আলাদা বাজেট থাকে, থাকে কার্যকরী পরিকল্পনা। আজ মাইক্রোসফট, এ্যাপল, গুগলসহ বিশ্বের নামী সকল কোম্পানীর প্রধান নির্বাহী হচ্ছে ভারত থেকে। অথচ প্রায় একই সিলেবাসে পড়াশোনা করেও আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। এমনকি আমাদের দেশের বড় কোম্পানীগুলোও বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত হচ্ছে। একবার ভেবেছেন, সমস্যাটা কোথায়? সমস্যা সিলেবাসে কিংবা জ্ঞানে নয়। সমস্যা দক্ষতায়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিশাল যুব শক্তিকে ইতিবাচক ভাবে কাজে লাগাতে পাড়লে আমাদের আর শ্রমিক রপ্তানী করা লাগবে না। বরং ভারতের মত বিভিন্ন দেশে প্রধান নির্বাহী রপ্তানী করতে পারবো। ছোট ছোট কিছু বিষয় আপনাকে সকলের থেকে আলাদা করে দিবে। আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে জয়ের পথকে সহজ করবে। আপনার সুস্থ্য, সুন্দর, সফল এবং সহজ জীবন কামনা করছি।