সারা বিশ্ব যখন জাহেলিয়ার অন্ধকারে নিমজ্জিত। চারদিকে যখন পাপাচার, অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যাভিচার, আত্মসাৎ ইত্যাদিতে ছেয়ে গেছে। মূর্তিপূজা ও পৌত্তলিকতায় ডুবে আছে গোটা মানব সমাজ। প্রতিনিয়ত চলছে রক্তের হলিখেলা। সমাজে নারীদের কোনো মর্যাদা নেই। এমন অবস্থায় মানবজাতির মুক্তির দিশা হয়ে পৃথিবীতে আগমন করলেন এক মহা মানব। তিনি হলেন বিশ্বনবী সাইয়্যোদুনা হযরত মুহাম্মাদ (স.)। ১২-ই রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদিকের সন্ধিক্ষণে নতুন সূর্যের বার্তা নিয়ে মা আমিনার কোল জুড়ে এলেন সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী, নবীদের সরদার হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জন্মের দু'মাস পূর্বেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। পিতার মৃত্যুতে অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব এতিম নাতির নাম রাখলেন 'মুহাম্মদ'। আর মা আমিনা নাম দিলেন 'আহমদ'। আরব রীতি অনুযায়ী তার শৈশব কাটলো ধাত্রী 'সুয়াইবা' এবং 'হালিমা'র ঘরে। এ সময় তিনি আয়ত্ত করলেন কষ্টসহিষ্ণুতা, নেতৃত্বের হাতেখড়ি ও বিশুদ্ধ আরবি ভাষা। তিনি দুধ পান করা অবস্থায় তাঁর ধাত্রী হালিমার পুত্র সন্তান ছিলো যার পানের মুদ্দত তখনো শেষ হয়নি। দুধ মা হালিমার বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তনের দুধ অপর ভাইয়ের জন্য রেখে দিতেন। পান করাতে চাইলেও তিনি পান করতেন না। মায়ের গৃহে ফিরে আসার পর, তাঁর বয়স যখন ৬ বছর। তখন মা আমিনা মুহাম্মদ (স.)কে নিয়ে পিতার কবর যিয়ারতের উদ্দেশ্যে মদীনা যান। সেখান থেকে প্রত্যাবর্তনকালে মাতা আমিনা ইন্তেকাল করেন।.......
রাইহান উদ্দিন ২০০১ সালের অক্টোবর মাসে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার, কটিয়াদী থানার অন্তর্গত কাজিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জসিম উদ্দিন এবং মাতার নাম রাহিমা খাতুন। লেখকের পড়াশোনা স্কুল থেকে শুরু হলেও পরবর্তীতে ইবতেদায়ী তৃতীয় শ্রেণী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত কাজিরচর নেছারিয়া দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেন। পাশাপাশি তিনি হিফয ও সম্পন্ন করেন। এরপর তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে আলিম শ্রেণিতে অধ্যয়ন সম্পন্ন করেন। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখির জগতে পদার্পণ করেন। তাঁর লেখা সর্বপ্রথম প্রকাশিত হয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা "ত্রৈমাসিক তামিরুল মিল্লাতে" তাছাড়াও তার লেখা কবিতা একাধিক দৈনিক এবং মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর লেখা দুটি যৌথ কাব্য গ্রন্থ (তোমার গল্পে আমার লেখা এবং উদীয়মান কবি) ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।