আমাদের প্রায় প্রতিটি সংসারই সংশয় এবং সংকটে আক্রান্ত। যেমন ধরুন, আর্থিক দৈন্য, জীবিকার অনিশ্চয়তা, পারিবারিক সংকট, সামাজিক পীড়ন, আমার চেয়ে যে শক্তিশালী তার কাছ থেকে নিত্য অপমান ও লাঞ্ছনা এসব দিয়েই তো আমরা প্রতিদিন ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছি! ফলে সংসারের সমস্ত প্রাপ্তির মধ্যেও আরেকটু সুখ অথবা সমস্ত অপ্রাপ্তির মধ্যেও সামান্য সুখের সন্ধান করে যে মানুষগুলো তাদেরই আখ্যান ‘সংসার থেকে লুকিয়ে’। এই গ্রন্থের ১৩টি গল্পে জীবনের বয়ে চলা-মূলত প্রান্তিক। মানুষের সাধারণ জীবন চর্চার অন্তরালের যে বাসনা, আসক্তি, উল্লাস আর বিষাদ সব কিছু জড়িয়েই এর এক একটা গল্প। প্রতিটি গল্পই যেন আপন মুদ্রাদোষে একলা এবং ভীষণভাবে একলা। কোথাও নরনারীর সর্ম্পকের বিচিত্র নকশা, কোথাও প্রান্তিক মানুষের অদৃশ্য শক্তিকে উপরতলার মানুষের গোপন ভয়। কোথাও আবার গল্প সাদামাটা শুরু হয়ে শেষ হয়েছে বিস্ফোরকে। কোথাও বা অগ্রজ লেখকের কোনো গল্পের ছায়া চকিতে উঁকি দিয়েই একদম মিলিয়ে গেছে অনন্য ট্রিটমেন্টে। কোথাও কোন তিক্ততা নেই, মালিন্য নেই তেমন কোন অপ্রাপ্তির হাহাকারও নেই, স্মিতমুখে এক কথক বয়ান করছেন জীবনের অম্ল-মধুর গল্পগুলি। মূলত রোদ ও রক্তের বাস্তব থেকে জ্যোৎস্নার মায়ায় ঢুকে পড়া গল্পের মানবমানবীরা কোনো না কোনো পরিচিত সংসার থেকেই লুকিয়ে আছে একাকী। যেহেতু একাকী অভিযাত্রীর নৈঃশব্দের উড়ান একটুতে শেষ হবার নয় তাই নিঃস্তব্ধতার অনুরাগী যাঁরা আছেন, তাঁরা এই যাত্রার সঙ্গী।