পাড়ার তরুণদল সম্প্রতি একটা মহাসমস্যায় পড়েছে। মিটিং-এর পর মিটিং করে যাচ্ছে। জোরালো মতামত ব্যক্ত করতে গিয়ে টেবিলের ওপর থাপ্পর মেরে মেরে হাত লাল করেছে, চায়ের কাপ উল্টে পড়েছে। রাতে যে যার বাসায় গিয়ে এককভাবে সমাধান খুঁজতে গিয়ে ঘরের মধ্যে মাইলের পর মাইল পায়চারি করেছে। শুয়ে পায়ের ওপর পা তুলে পা নাড়াতে নাড়াতে ছাদের দিকে তাকিয়ে নিবিষ্টমনে চিন্তু করেছে। চিন্তার ঠ্যালায় ঘরে টিকতে না পেরে কেউ কেউ ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করেছে-কিন্তু সমস্যার কোনো সমাধান এ পর্যন্ত করতে পারেনি। কিন্তু সমস্যাটা যাকে নিয়ে আধুনিক কালের সেই রফিকের কোনো ভাবান্তর হয়নি। সে গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছে। আর মনে মনে সম্ভব-অসম্ভব সব কল্পনার জাল বিস্তার করে চলেছে। রফিক এই তরুণদলেরই অন্তর্ভুক্ত। সে সম্প্রতি মমতাজের দেখা পেয়েছে এবং মমতাজের জন্য সে যে বাংলাদেশের এই অংশে নতুন করে একটা তাজমহল তৈরি করে ফেলবে-তার ভাবসাব দেখে সে বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। রফিকের এই মমতাজের নাম অনিন্দিতা। হঠাৎ করেই রফিক অনিন্দিতার মুগ্ধদৃষ্টি, চঞ্চল ছন্দপূর্ণ চলার গতিতে আত্মবিস্মৃত হয়ে পড়ে। অনিন্দিতাকে তার চাই।