কবি মঞ্জিলা শরীফ’র তৃতীয় কাব্যগ্রন্থ ‘আকালের সুখপাখি’। ‘দুধেলা ভোর’ এবং ‘অপরাহ্নের মায়া’ নামে ইতোপূর্বে তাঁর দুটি কাব্যগ্রন্থ পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ইতোমধ্যে কবিতার সাথে পুরোপুরি নিজেকে মানিয়ে নিয়েছেন কবি মঞ্জিলা শরীফ। দুধেলা ভোরে যে সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন অপরাহ্নের মায়া’য় এসে আরো সামনের দিকে এগিয়ে নিয়েছেন নিজেকে। নিজেকে টপকে যাবার প্রয়াসে এবারে আরো বেশি সফল হয়েছেন বলে আমরা আশাবাদী। মানবিক প্রেম-প্রকৃতি, নৈতিক মূল্যবোধ এবং জীবনঘনিষ্ট স্বপ্নপাখি তাঁর কবিতার বাগানে খেলা করে। কবি জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকাসহ সাহিত্যের ছোট কাগজে নিয়মিত লিখছেন। পাঠক আকালের সুখপাখি-তে ভিন্ন আঙ্গিকে নতুন মঞ্জিলা শরীফকে আবিস্কার করতে পারবেন। কবি মঞ্জিলা শরীফ’র জন্ম ২১ আগস্ট বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাধীন মাঝগ্রামে। পিতা মোতাল্লেব শরীফ, মা হোসনেয়ারা বেগম। নন্দীগ্রাম গার্লস হাইস্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, মনসুর হোসেন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, অতঃপর ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াফারী, বিএসসি ইন নার্সিং এবং পাবলিক হেল্থ বিষয়ে লাভ করেছেন মাস্টার্স ডিগ্রি। মানবসেবায় নার্সিং পেশাকে বেছে নেন। ১৯৮৯ সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১০ সাল হতে ২০১৫ সালে মার্চ অবধি পাঁচ বছর সরকারিভাবে লিবিয়ার আল-বাইদা মেডিক্যাল এডুকেশন সেন্টার এ্যান্ড হসপিটালে দক্ষতার সাথে কাজ করেন। পাবনা নার্সিং ইনস্টিটিউট, পাবনা নার্সিং কলেজে শিক্ষকতা শেষে বর্তমানে জেলা পাবলিক হেল্থ নার্স পদে রাজশাহী সিভিল সার্জন অফিসে কর্মরত আছেন। ড. মাহফুজুর রহমান আখন্দ সাধারণ সম্পাদক কবিতা বাংলাদেশ