সারি সারি পাহাড়বেষ্টিত অদমনীয় বিচিত্র ভৌগলিক অবকাঠামোর দেশ হচ্ছে আফগান। ‘চির উন্নত মম শির’ চেতনায় উজ্জিবিত এক জাতি হচ্ছে আফগান। প্রাচীনকাল থেকেই আফগানিস্তান এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই আফগানের ওপর দিয়েই সংঘটিত হতো। প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানে প্রায় ৫০,০০০ বছর আগে মনুষ্যবসতি ছিল। বিচিত্র রাজনীতির দেশ আফগানিস্তানে রাজ্য ক্ষমতায় এসেছিল অনেক রাজ্য-সাম্রাজ্য। প্রাচীন গ্রেকো-বারট্রিয়ান, কুশান, হেফথালিটিস, কাবুল শাহী, সাফারি, সামানি, গজনবী, ঘুরি, খিলজি, কারতি, মুঘল, ইত্যাদি কিংবা বর্তমান পরাশক্তি রাশিয়া, আমেরিকা। এ ক্ষমতার পালা বদলে টিকে থাকতে পারেনি কোনো দেশ, সাম্রাজ্য বা পরাশক্তি। ১৯০০ শতাব্দীতে দেশটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রীড়ানক রাষ্ট্রে পরিণত হয়। ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। হিন্দুস্তানের আগেই স্বাধীন হয় আফগানিস্তান। ১৯৩৩ সালে সম্রাট নাদির শাহের আমন্ত্রণে মহাকবি আল্লামা ইকবালের সঙ্গে স্বাধীন আফগানের কাবুল, গজনি, কান্দাহার, কোয়েটা ও মুলতান সফর করেন সাইয়্যেদ সুলাইমান নদভি রহ.। সে ভ্রমণেরই হ্রদয়গ্রাহী বৃত্তান্ত নিয়ে লিপিবদ্ধ হয়েছে এ বই। যা অনূদিত হয়েছে মাকতাবাতুল আযহারের ভ্রমণকাহিনি সমগ্র ১০ হিসেবে ‘আমু দরিয়ার দেশে’ নামে।
ভারত-উপমহাদেশে সিরাতচর্চা, ইতিহাস ও আরবিভাষার সাহিত্য নিয়ে যারা গবেষণামূলক কাজ করেছেন, কর্মগুণে হয়েছেন বিশ্ববরেণ্য—সাইয়েদ সুলাইমান নদবি রহ. তাদের সবচেয়ে অগ্রসারির। ১৮৮৪ সালে ব্রিটিশ-ভারতের বিহারের দিসনাতে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্ববিখ্যাত নদওয়াতে পড়াশোনা করে সেখানেই দীর্ঘ দিন আরবিভাষার পাঠদান করেন এই প্রাজ্ঞ প্রতিভাধর; পাশাপাশি ছিলেন আন-নদওয়া আরবি পত্রিকার সহযোগী সম্পাদক। কর্মজীবনে শিক্ষকতা ও সম্পাদনার পাশাপাশি লিখেছেন অসংখ্য কালজয়ী গ্রন্থ, প্রদান করেছেন পৃথিবীখ্যাত সিরাত-বিষয়ক ভাষণ—খুতুবাতে মাদরাজ নামে যা বিশ্ববিখ্যাত। সিরাতুন নবি (যুগ্ম), সিরাতে আয়েশা, আরদুল কুরআন, খৈয়ামসহ যা-ই তিনি লিখেছেন, সেটিকেই করে তুলেছেন পাঠ-অনিবার্য। এসব আকরগ্রন্থ তাকে এনে দিয়েছে অমরত্বের মর্যাদা। তার লেখা ইতিহাসের পাণ্ডুলিপিগুলো শাস্ত্রীয় সংজ্ঞা পার হয়ে হৃদয়কেও স্পর্শ করে প্রবলভাবে।