ক্লাস এইট এর দুরন্ত মেয়ে ইনকা । তার মা নেই, তবে আছে মায়ের মতো মামী-সোনা। সেই মামী-সোনাই বন্ধুদের সাথে গভীর জঙ্গলে ক্যাম্পে যেতে নিষেধ করল, তখন জীবনে আর কোনো এডভেঞ্চার হবে না ভেবে ভীষণ মন খারাপ হল ইনকার। কিন্তু ঠিক সেই দিন অনেক দূরের গ্যালাক্সি থেকে ইউকিলিলি নামের এক এলিয়েন বন্ধু এসে ইনকাকে নিয়ে গেল মহাকাশের এডভেঞ্চারাস জগতে! শুধু কি তাই, ইউকিলিলি ইনকাকে শোনাল,ইনকার মায়ের এক অজানা গল্প ! মা ছিল ভালো এলিয়েনদের বন্ধু। অনেক বছর আগে দুষ্টু এলিয়েনের গ্রহ রানোসা থেকে যখন আমাদের পৃথিবী এবং ইউকিলিলিদের গ্রহ রারার্থকে দখল করতে এসেছিল দুষ্ট এলিয়েনের দল , তখন ইউকিলিলির মা স্পেস-ক্যপ্সুলে করে মহাকাশে গিয়ে বীরের মতো লড়াই করে বাঁচিয়েছিল পৃথিবী ও রারার্থ গ্রহকে। কিন্তু এতো বছর পর, ইউকিলিলির গ্রহে আবারো সবার বড় বিপদ। । ইউকিলিলির বন্ধু ইরুস্মাতিকে বন্দি করেছে আরেক গ্রহের প্রাণীরা। ইরুস্মাতিকে উদ্ধার করে নিজের গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে না পারলে মারা যাবে ইউকিলিলির গ্রহের সবাই। আর কেবল মাত্র ইনকাই ইরুস্মায়িকে উদ্ধার করে এনে বাঁচাতে পারে এলিয়েনদেরকে । কারণ একমাত্র পৃথিবীর প্রাণীরাই সবাইকে ভালবাসতে জানে, আবার কেউ নিরপরাধকে আঘাত করলে তার সাথে লড়াই করতেও জানে। রারার্থ গ্রহের প্রাণীদের জীবন বাঁচাতে মহাকাশ অভিযানে যায় ইনকা ! কি হয় তারপর?