১৩ই এপ্রিল ২০০২ আমরা তিন বন্ধু-তৌহিদ, মিলূ, আর আমি তুষার যখন দাঁড়িয়ে ছিলাম রজার ওয়াটার্স এর ইন দ্য ফ্রেস টুর কনসার্ট গ্রাউন্ডে। আমাদের স্বপ্নটা বুঝি সত্যি হতে চলল। আমরা যারা গান শুনি, কেন জানি আমার মনে হয় আমাদের স্বপ্নের জায়গাটা অনেক বিশাল। আমার বিশ্বাস এই পৃথিবীর যারাই পিংক ফ্লয়েড ব্যান্ড এর গান শুনে বেড়ে উঠেছে, তাদের সবার মনে এই স্বপ্নটা একবার হলেও দোলা দিয়েছে- ‘ইস যদি একবার দেখতে পারতাম পিংক ফ্লয়েড এর কনসার্ট’। আমাদের জীবনেও তাই ঘটেছে। আমরা দেখেছি (রজার ওয়াটার্স) যার হাত ধরে পিংক ফ্লয়েড ব্যান্ড এর জন্ম। এই ব্যান্ডই আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সাইকাডেলিক বা প্রগ্রেসিভ রক মিউজিক কী তা বুঝতে। আমাদের স্বপ্ন সত্যি প্রমাণ হল। সেই কবে থেকে আমাদের এই অপেক্ষা। এই অপেক্ষার প্রতিটা মুহূর্ত এই লেখাতে ছড়িয়ে আছে। আমাদের জীবনের সব চাইতে সন্দরতম মুহূর্ত হলো এই কনসার্ট । মানুষ যদি মন থেকে কোনো কিছু আশা করে, তবে সে একদিন ঠিকই তার আশার পূর্ণতা হলো এই কনসার্ট। মানুষ যদি মন থেকে কোনো কিছু আশা করে, তবে সে একদিন ঠিকই তার আশার পূর্ণতা পাবে। জীবনে না চাইতেই পাওয়ার থেকে আমা করে পেলে তার আরন্দটার কোনো সীমা থাকে না।