ফিরোজা আখতার নয়ন। জন্ম: ১৫ই সেপ্টেম্বর ১৯৭৬ খ্রিস্টাব্দ। এসএসসি: বাংলাদেশ রাইফেলস উচ্চ বিদ্যালয় বর্তমানে যেটা বীর শ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক স্কুল এন্ড কলেজ। এইচ এসসি: রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ বর্তমানে যেটা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ। এমএসএস (জিওগ্রাফি) ইডেন মহিলা বিশ^বিদ্যালয়। একমাত্র কন্যা ও স্বামীর উৎসাহ উদ্দীপনায় মূলত লেখালেখির জগতে পদার্পন। স্বামী ও কন্যাকে নিয়ে প্রকৃতির মাঝেই তিনি সুখের আলপনা আঁকেন। সাহিত্য জগতের সাথে ভালোবেসে গড়ে নিয়েছেন চমৎকার মিতালী। তার কবিতার মূল উপজীব্য হলো প্রকৃতি ও প্রেম। তার কবিতায় আকাশ জোছনা, মেঘ, বৃষ্টি, রাত, সাগর ঢেউ সবুজ অরণ্যের ব্যাপক উপস্থিতি রয়েছে। কবিতায় প্রকৃতির এই সমারোহ দেখে নিঃসন্দেহে তাকে প্রকৃতি কন্যা হিসেবে আখ্যা দেয়া যায়। এপর্যন্ত ছোট বড় মিলিয়ে তার দুইশতাধিক কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ছাপার অক্ষরে তার প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘অতৃপ্ত আর্তনাদ’। প্রকাশকাল অমর একুশে গ্রন্থমেলা - ২০২১ খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘আমার প্রেম, তোমার জন্য কবিতা’। প্রকাশকাল অমর একুশে গ্রন্থমেলা ২০২২ খ্রিস্টাব্দ। ‘ভালোবাসার কাব্যগাহন’ কাব্যগ্রন্থটি তার প্রথম একক কাব্যগ্রন্থ।