নুরুদ্দীন শেখ একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা, পেশাজীবি সংগঠনের বলিষ্ঠ সংগঠক ও শ্রমিকনেতা ছিলেন। সফল চাকুরি জীবনের পাশাপাশি একটা লেখক সত্তাকে লালন করেছেন। তিনি একজন শক্তিমান ছড়াশিল্পী। সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি যা কিছু তাঁকে পীড়িত করে, তারই স্পষ্ট, তীর্যক ও রস্তাক উপস্থাপন তাঁর লেখায় প্রতিভাত হয়। তাঁর নিজস্ব একটা বাক্য গঠনশৈলী রয়েছে। আঞ্চলিক কথ্যভাষাও তাঁর ছড়ায় আলাদা ব্যঞ্জনা সৃষ্টি করে। তিনি বেশ কয়েকটি ছড়াগ্রন্থ ও একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন। এবারের ছড়াগ্রন্থ 'গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড'। আলোচ্য বইয়ে তিনি সংখ্যাধিক্য লেখায় তরুণ তরুণীদের আধুনিক জীবনচিত্র চমৎকারভাবে এঁকেছেন। এখানেই বইটির নামকরণের স্বার্থকতা। এছাড়াও পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র সরস উপস্থাপনায় তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন 'চোর' শিরোনামযুক্ত লেখায় অনৈতিক বিত্ত অর্জনকারী সমাজের প্রভাশালীদের কথা, আছে 'মোবাইল গেম' লেখায় কোমলমতি ছেলেমেয়েদের ফেসবুক নেশায় বুদ হয়ে থাকার কথা। যার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নিয়ে পাঠকদের চিন্তার যথেষ্ট খোরাক যোগাবে। আশাকরি বইটি পাঠকপ্রিয়তা অর্জন করবে। আমি তাঁর লেখকসত্তার উন্নতি ও সুস্থ দীর্ঘজীবন কামনা করছি।