আল ইমরান হোসাইন বিএসএস (অর্নাস) এমএসএস (অর্থনীতি) আইসিটি (মাস্টার্স কোর্স) ঢাবি। দু’দশক ধরে তার লেখালেখি ও সাহিত্যাঙ্গণে বিচরণ। সেই প্রাইমারি স্কুল থেকে যাত্রা, এখনও তার ধারা বহমান। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে মোল্লাদী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনের বড় একটি সময় তার সাংবাদিকতায় কেটেছে। দৈনিক আজকের প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা শুরু করেন। এরপর লেখালেখি করেন দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের সময়, এশিয়ান মেইল, শিক্ষা প্রকাশ, এডুকেশন বাংলা সহ আঞ্চলিক ও জাতীয় বহু পত্রিকায়। প্রায় শতাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাহিত্য সাধনা ও লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “জ্ঞান বিকাশ কেন্দ্র” যা ২০১৩ সালে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক সরকারি তালিকাভুক্তি করণের সনদ প্রদান করা হয়। ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ স¤পাদক। বর্তমানে তিনি ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। করছেন শিক্ষকতা। শিখানো এবং শেখা তার নেশা। পৃথিবীর হাজারো মানুষের হৃদয়ের কথা তিনি গল্পের মাধ্যমে বলতে চান। তার মতে জীবনের যেহেতু বিনাশ আছে সেহেতু গল্পগুলো পৃথিবীতে অবিনাশ হয়ে থাক।