কবি নাশিদ নওয়াজেশ স্বামী মেজর (অব.) মোহাম্মদ জিয়াউল আহসার সরোয়ার, পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম কর্নেল নওয়াজেশ উদ্দীন, পিএসসি এবং মাতা মমতাজ নওয়াজেশ। স্বামী, এক পুত্র এবং এক কন্যাসহ ঢাকায় স্থায়ী নিবাস। ঝঝঈ এবং ঐঝঈ লেভেলের পড়াশুনা করেছেন চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কুমিল্লা মডার্ণ স্কুল, কুমিল্লা ফয়জুন্নেসা গভর্মেন্ট গার্লস হাই স্কুল এবং স্কুল ভিক্টোরিয়া সরকারি কলেজে। স্নাতক(সম্মান) ও ¯স্নাতকোত্তর করেছেন ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়ে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের Brunel University, London থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি (MSc) ডিগ্রী অর্জন করেন। চাকুরি জীবন শুরু লেখালেখি দিয়েই। একটি ইংরেজী জাতীয় দৈনিকে বিজনেস রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তীতে কর্পোরেট চাকুরি এবং কিছুদিন শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের (২৪ তম ব্যাচ) একজন পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ‘‘মন আকাশে রংধনু’’ বইটি লেখেেকর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘‘কল্পলোকের মর্মকথা” বইমেলা, ২০২২ এ প্রকাশিত হয়।