সমুদ্রের সূর্য সমুদ্রের জানালা দিয়ে চেয়ে থাকি, রৌদ্রের জানালা দিয়ে ছবি আঁকি। নীল রং ধারণ করে দেখি পৃথিবীর মুখ, স্বপ্ন চোখে আলোর পথে পা দিয়ে পেলাম স্বর্গসুখ। পৃথিবীতে এমন রূপ কখনো দেয়নি ধরা, ভোরবেলা আমি দেখেছি স্বপ্নধারা। তবুও বাঁশি বাজাই তালে তালে, সমুদ্রের জল ভেসে যায় আকাশে বাতাসে। ঢেউয়ের ধ্বনিতে রক্ত নেমে আসে, চাঁদের তারা আকাশে ভাসে। সমস্ত পৃথিবী মিশে যায় রৌদ্রের সাগরে, হঠাৎ হৃদয় মনে অশ্রু ভেসে পড়ে। অন্ধকারের মাঝে মৃত্যুর ঢল নামে, আমার হৃদয়ের ভিতর সমুদ্রের জল ফেলে। গর্জন করে উঠে আমার হৃদয়, সমুদ্রের মাঝে দেখি সূর্য উদয়।
না পাওয়া ভালোবাসা জন্ম হলো শতাব্দীর জগতে মানবতার, প্রেম কি পবিত্র হলো মানবিক জনতার? স্থির হয়ে আছে মন, জীবন, যৌবন, রজনীর গভীর রাতে প্রেম লুকিয়ে রাখে মন। পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে নেই কিছু, আছে শুধু ভালোবাসার ছড়াছড়ি সবকিছু। বিদায় দিয়েছে বছরের পর বছরে, কল্যাণ তো পাওনি কারণে অকারণে। চারিদিকে বঙ্গোপসাগর ডাকে অন্ধকারের ছবি, তারার মতো ঝিলমিল হয়ে থাকি। পেটে ক্ষুধা লাগে কিন্তু খেতে তো মন চায়, ব্যথার কোনো সমাধান নেই তা তো জানা যায়। কিন্তু বছরের পর বছর পার করে দিলাম, ইতিহাসের সাক্ষী হয়ে জীবনকে পেলাম। হৃদয়কে ঠিকমতো বুঝতে পারছি না, তোমাকে পাওয়া না পাওয়ার জন্য হাল ছাড়ছি না।