মানুষ মূলত দেহ এবং মনের এক মিলিত রুপ। মানুষের জন্ম সম্পর্কের মাধ্যমে, মানুষ বেঁচে থাকে সম্পর্ককে ঘিরে। কিছু সম্পর্ক আমরা জন্মসূত্রে পাই, আর কিছু অর্জন করি। প্রাপ্ত সম্পর্ক নিয়মিত পরিচর্যায় অটুট থাকে, অর্জিত সম্পর্ক ধরে রাখতে পরিচর্যার পাশাপাশি বোধকরি ভাগ্যের সহায়তা লাগে। দুই ধরনের সম্পর্কেই আবশ্যকীয় উপাদান মায়া। মায়া মানবজন্মের সবচেয়ে বড় সম্বল অথবা দুর্বলতা। যার প্রতি প্রগাঢ় মায়া চাইলেও সেটা কমানো যায়না, যেখানে মায়া নেই হাজার চেষ্টাও তা বাড়ানো যায়না। এর কারন মায়া তৈরী করা যায়না, মায়া জন্মায়। মায়া এমন এক অনুভূতি যাকে ঘিরেই আবর্তিত হই আমরা। তাকে ঘিরেই জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখের সমস্ত আখ্যাননামা। অনুভূতির উত্থান-পতনের আবর্তে পরে কোন কোন মানুষ বেঁচে থেকেও মরে যায় আমাদের কাছে। তবে, মানুষ মরে গেলেও সম্পর্করা বেঁচে থাকে। কোনটা ঘৃণায় আর কোনটা ভালোবাসায়। তেমনি কিছু সম্পর্কের বেঁচে থাকা কিংবা মরে যাওয়ার গল্প নিয়েই এ আয়োজন ‘পাঁচকাহন’। পাঁচকাহনের পাঁচ গল্পের প্রতিটিতে ভিন্ন ভিন্ন পরিস্থিতি আর ভিন্নতর অনুভূতির সংমিশ্রণে সম্পর্ক টিকে থাকা বা হারিয়ে যাবার গল্পই বলা হয়েছে আমাদের মতো করে।