আলহামদুলিল্লাহ্! আমার লেখা দ্বিতীয় গ্রন্থটি প্রকাশিত হলো। "নিরব'স ইফেক্টিভ 'জিকে" বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহ্ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। একটি সুন্দর স্বপ্ন, একটি নিশ্চিত ভবিষ্যৎ আর বর্ণিল জীবনের জন্য আমরা নিরন্তর ছুটে চলি। আমাদেরকে এজন্য পদে পদে সংগ্রাম করতে হয়। এই দীর্ঘ-পথ পরিক্রমায় তারাই সফল হয় যারা অবিরাম পরিশ্রম করে, ধৈর্য ধারণ করে এবং বিজয়ী হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যায়। একটি ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেমন একজন শিক্ষার্থীকে আত্ম-বিশ্বাসী করে তোলে, তেমনি একটা স্মার্ট চাকরি একজন শিক্ষার্থীর জীবনটাই পরিবর্তন করে দেয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক স্বীকৃতির জন্য এটা খুবই প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা রাখা একজন শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন। বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তিসহ দেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান একটি আবশ্যিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত আমি এই বইটিতে সাধারণ জ্ঞানের বেসিক বিষয়গুলো ব্যাখ্যাসহ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি যাতে ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে পড়াশোনায় ব্যাপক আগ্রহ জন্মে এবং তাদের সাধারণ জ্ঞানের ভিত্তি মজবুত হয়। আমি বইটিতে আলোচনা যথাসম্ভব সংক্ষিপ্ত করেছি এবং অসংখ্য এমসিকিউ ব্যাখ্যাসহ সমাধান করে দিয়েছি যা আমাদের প্রিয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে যে পথচলা তার গতিকে আরো সহজ ও সাবলীল করবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে, বইটি যাদের উদ্দেশ্যে লেখা তাদের উপকার হলেই আমি আমার শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারুণ্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ। সকলের মঙ্গল কামনায়!
Title
NIROB'S ইফেক্টিভ GK বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী
জনাব মােঃ রবিউল ইসলাম (নিরব) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। মি. নিরব ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রসিদ্ধ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তারুণ্যের ছোঁয়ায় উজ্জীবিত এবং শিক্ষার্থী বান্ধব এই শিক্ষক তাঁর প্রিয় ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও মােটিভেশন দেওয়ার জন্য সু-পরিচিত। তাঁর লেখা প্রথম গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। বইটিতে গল্প, ইতিহাস ও সাধারণ জ্ঞানের এক অপূর্ব সমন্বয় রয়েছে। এটি মূলত বাংলাদেশের ইতিহাসের উপর একটি অনবদ্য মৌলিক গ্রন্থ যা শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু ও সাধারণ জ্ঞানের ভিত্তি গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। বইটির গুণগত মান, লেখার ধরণ এবং এর সাবলীল প্রকাশভঙ্গি পাঠকদের মনে বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। সানরাইজ পাবলিকেশন্স এর পক্ষ থেকে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।