সমসাময়িক যে কয়জন লেখক প্রতিশ্রুতিবদ্ধভাবে লিখে যাচ্ছেন মার্কিন কবি ও দার্শনিক শরীফুল আলম তাদের মধ্যে অন্যতম। কবিতাকে তিনি মোক্ষম মুক্তির প্রধান উপজীব্য হিসাবে ব্যবহার করেছেন। তার লেখনীর স্টাইল স্বতন্ত্র,শিল্পগুণ তথা প্রকাশভঙ্গীর মাত্রা অনন্য। সাহিত্যের নবধারায় "On The Sublime" (উৎকর্ষ) সৃষ্টিতে তিনি সিদ্ধহস্ত,দারুণ নটেবর। যুদ্ধ তথা দ্বন্দ্ব সংঘাত রক্তপাতের বিরুদ্ধ তিনি সাহসী সৈনিকের মতো বিশ্বপ্রতিনিধি হিসাবে শান্তির সাদা পতাকা উত্তোলন করতে চেয়েছেন তার করিতায়। তার "অবন্তির হাতে লাল গোলাপ" কবিতাগ্রন্থটিতে বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার প্রতিটি কবিতায় দ্রোহ, অবক্ষয়, মিথ্যাচার, রাজনীতি, অপসংস্কৃতি এবং প্রথাবিরোধী এবং সর্বশেষ বঞ্চিত মানুষের জীবনচিত্র দারুণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় বিচিত্রভাবে দেশপ্রেম, মমত্ববোধ, জীবনবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। সার্বজনীনস্বীকৃত এই কবি প্রাপ্তিসরূপ দেশ-বিদেশ থেকে পেয়েছেন অজস্র আন্তর্জাতিক পুরস্কার। কবি কখনো তার লেখার মধ্যে গেয়েছেন, কখনো বিদ্রুপের ছলে হেসেছেন, হেসেও আবার স্থির হয়ে চুপসে যাননি, করেছেন তুমুল প্রতিবাদ। সৌহার্দ্যের শঙ্খধ্বনি বাজিয়ে মুলত তিনি কবিতার মধ্যে দিয়ে মানুষের মুক্তির আশ্রয় খুঁজেছেন, যা মানুষকে ভেদাভেদ ভুলে শুধু "মানুষ" শব্দটার একই ছায়াতলে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। কবি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে অপমৃত্যু নেই, ধ্বংস নেই, রক্তপাত নেই, কেবল নব জীবনের উল্লাস আর আগামীর সম্ভবনাটাকে ছুঁয়ে যাওয়া। আশাকরি তার কবিতাগ্রন্থটি কবিতাপ্রেমী পাঠকহৃদয় ছুঁয়ে যাবে।