বইটি পড়ার পর আপনি রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যাবেন। হাহা, মজা করছিলাম!! বইটি পড়লে বরং রাতারাতি যে মিলিয়নিয়ার হওয়াটা খুব সুখকর কোনো ব্যাপার না সেটিই বুঝতে পারবেন। আমাদের চারপাশের সবাই টাকাপয়সা নিয়ে কী না করে? এবং তাদের অনেককে আমরা পাগল বলে থাকি। আসলে পাগল বলতে কিছু নেই। সবাই সবার নিজস্ব অভিজ্ঞতা থেকে টাকা পয়সা নিয়ে খেলা করে বা টাকাপয়সা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনার মিলিয়নিয়ার হওয়ার পেছনে আপনার অর্থ সম্পর্কিত জ্ঞান যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আপনার ভাগ্য। বিলগেটসের বিলগেটস হয়ে উঠার পেছনে যতটা না তার অধ্যাবসায় ছিলো তার চেয়ে কয়েকগুণ বেশি কাজ করেছে তার ভাগ্য। এরকম হাজারটা উদাহরণ দেয়া যাবে। তার মানে কি আমরা ভাগ্যের দিকে তাকিয়ে বসে থাকবো? সেটিরই উত্তর মিলবে বইটিতে। আর্থিক সফলতা কোনো কঠিন বিজ্ঞান নয়। বাস্তবে এটি একটি সফট স্কিল, যেখানে আপনি কী জানেন, তার চেয়ে বেশি আপনি কীভাবে আচরণ করেন সেটিই গুরুত্বপূর্ণ। আমি এই সফট স্কিলকে ‘সাইকোলজি অফ মানি' বলে থাকি । এই বইটির মূল উদ্দেশ্য হলো, ছোট ছোট গল্প দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করা যে, প্রযুক্তিগত স্কিলের তুলনায় সফট সাইকোলজিক্যাল স্কিল খুব বেশি গুরুত্বপূর্ণ।