প্রাক-কথা, মননের জ্যোতি : এস এম আলী আজগর রাজা সত্যিই এক ‘রাজা’ ! মননে, সৃজনে, প্রেমজ্যোতির্ময় নৈতিক সংবৃতিতে তিনি ‘রাজা’ই। বিবেক-বিস্তারণের সম্প্রীত সঞ্জীব সবুজ তাঁর মমতাময় শিল্পায়তনে। মমতাময় শিল্পায়োজনে -- লৈখিক প্রদীপনায় -- কবিতায়, গল্পে, প্রবন্ধে -- রঙ-রূপ-মগ্নতায় আত্মদর্শী এক মহাত্মা তিনি। তাঁর দ্যুতিমান গল্প-কথা ‘পাণ্ডুলিপি’-তেও তিনি এমনই বিভূষণার ধারক। পল্লিসুধাময় সাহিত্যিক হামিদুরের জীবন-আলেখ্যই ‘পাণ্ডুলিপি’র প্রাণাধার। হামিদুরের বিশ্বস্ত সৃজন-বাতায়ন সম্ভূষিত তাঁর প্রজ্ঞাশ্রীমান জীবনায়তনের স্ফূর্তিতে।
হামিদুরের ঐকান্তিক বাসনা -- ‘ঢাকা’র মানবিক বলয়ের শিল্প-সংসারের সান্নিধ্যধন্য হোক তাঁর অপ্রকাশিত সাহিত্য-সম্ভার ! গ্রন্থাকারে প্রকাশিত হবে তাঁর সমগ্র রচনা। এমনই তাঁর স্বপ্নশ্রীমান মুগ্ধতা ! রাজার গদ্যায়ত রূপমগ্ন ‘পাণ্ডুলিপি’-র পরতে পরতে এমন সত্যেরই আরাধনা। ক্রমান্বয়ী কথকতায় হামিদুরের কষ্ট, ক্ষোভকে তিনি শিল্পায়ত করেছেন। হামিদুরের কাহিনি-সংবেদনায় চৈতন্যময় হয়েছে নিরেট নির্মোহ-শক্তি। ‘পাণ্ডুলিপি’ গল্প-কথার উপসংহার-সৃজন আমাদের দীপ্ত রাজার এক ব্যথাতুর বিন্যাসকেই চিরন্তন করেছে ! মহান হামিদুরের বাসনা-বিনষ্টির প্রামাণ্যরূপেই কীর্তিত হবে এ উপসংহার !
প্রকাশ-ব্যাকুলতার পবিত্রতা কীভাবে বিপর্যস্ত হলো ! হামিদুর বুড়িগঙ্গায় নিক্ষেপ করেন তাঁর সাহিত্য-ভাণ্ডার ! রাজার বর্ণনার কী নির্ভার সম্বেগ ! ‘পাণ্ডুলিপি’ মহান পাঠকবৃন্দের মননে ছুঁয়ে থাক -- এই-ই অন্তরতর ঈপ্সা আমার ! আমার প্রিয় ‘রাজা’র সাহিত্যিক-সাংস্কৃতিক ‘রাজত্ব’ চিরন্তন হবেই ! প্রফেসর ড. সন্দীপক মল্লিক, সামাজিক-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা-গবেষক, কথক, গীতিকার, আবৃত্তি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন জাগরণী সঙ্গীতশিল্পী, প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি(ঢাকা), ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজ। (২৫জুন ২০২২খ্রিঃ)