আসাদের গায়ের রক্তে তুলির পুরো জামাটা ভিজে যায়। সেই রক্তে ভেজা শার্ট পরে তুলি পাগলের মতো সেখান থেকে ছুটতে ছুটতে হলে চলে আসে। সে কিছুক্ষণ কাঁদে আবার হাসে। তুলি মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক বঙ্গবন্ধুকে জেলের তালা ভেঙে বের করে নিয়ে আসতে হবে। এদেশের স্বাধীনতা চাই চাই। রাতের বেলা তুলির প্রচণ্ড জ্বর এলো। মনে যেন পাথর বসে আছে। আসাদের মুখখানা তুলি কিছুতেই ভুলতে পারছে না। কোন মলম লাগালে মনের এ ব্যথা সারবে তুলির জানা নেই। তুলি সারাদিন একা একা কথা বলতে লাগল। আসাদের রক্ত সে বৃথা যেতে দিবে না। তুলির শরীর ও মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দুইদিন পর তার ভাই এসে তাকে সাতক্ষীরা পাঠিয়ে দিল। বাড়ি পৌঁছে দীর্ঘদিন পরে মহসিনাকে দেখে তুলি কিছুটা স্বস্তিবোধ করল। কিন্তু মনের মধ্য থেকে কিছুতেই আসাদের মুখখানা ভুলতে পারছিল না। ঘুমের মধ্যে তুলি কেঁপে কেঁপে উঠছে আর চিৎকার করছে। মনপ্রাণ দিয়ে মহসিনা তুলির যত্ন করে।গভীর রাতে মহকুমা শহরের নীল আকাশে চকচকে রূপালী চাঁদ আলো ছড়িয়ে যাচ্ছিল। এখনো জেগে আছে তুলি। তার মনে শুধু একটাই চিন্তা কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে নিয়ে আসা যায়।
জয়শ্রী দাস। জন্ম ২১ অক্টোবর। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণায় নিয়ােজিত। জয়শ্রী দাস বর্তমানে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত। ছােটোবেলা থেকেই বাংলা সাহিত্যের সকল অঙ্গনের প্রতি তার তীব্র অনুরাগ। ভালােবাসেন গান শুনতে ও বই পড়তে। প্রিয় ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছাপার অক্ষরে তার প্রথম উপন্যাস ‘একটি অন্যরকম গল্প ২০১৮ এর বইমেলায় প্রকাশিত হলে তা পাঠকদের মধ্যে উল্লেখযােগ্য সাড়া ফেলে। একটি অসম বয়সী মানুষের অনিবার্য প্রেম নিয়ে তার অসাধারণ উপন্যাস ‘সে এবং দ্বিতীয় একইভাবে পাঠকদের মন জয় করবে বলে আমাদের বিশ্বাস।