এ বইটি জ্ঞান ও শিক্ষার একটি ভাণ্ডার। এটি পড়ে পাঠক নিজের জীবনের ধারা পরিবর্তন করে দিতে পারে। এ পুস্তকটিতে যথাসাধ্য বর্তমান পরিস্থিতি সাথে সামঞ্জস্য রেখে কথা ও বিচারের প্রয়োগ করা হয়েছে। এটি পড়ে পাঠক সহজেই চাণক্য নির্দেশিত বিচারধারা ও ভাবকে হৃদয়ঙ্গম করতে পারবে। বইটি চাণক্য নীতি, চাণক্য সূত্র অনুরূপভাবে কৌটিল্য অর্থশাস্ত্র দেওয়া আছে। প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খভাবে মন্তব্য সহজ বাংলায় করা হয়েছে। এমনিতেই চাণক্য নীতি ভারতীয় ইতিহাসের একটি অমূল্য সম্পদ। চাণক্য নীতি, মহাপণ্ডিত চাণক্য আদ্যন্ত তার নিজের বিশাল ও বিখ্যাত গ্রন্থ 'কৌটিল্য অর্থশাস্ত্র' থেকেই ভিন্ন করা সমাদর প্রাপ্ত গ্রন্থ রচনা। যাকে চাণক্য ভিন্ন করে 'চাণক্য নীতি' নাম দিয়েছেন। মহাপণ্ডিত চাণক্য বিশ্ববিখ্যাত গ্রন্থ 'কৌটিল্য অর্থশাস্ত্র' রচনা করেছেন। এ বইটিতে বর্ণিত রাজ্য সিদ্ধান্তের সাথে সাথে রাজ্য প্রবন্ধি সম্পর্কিত সূক্ষ্ম তত্ত্বও দেওয়া আছে। এ বইটি সবচেয়ে বড় বিষয় হলো এতে সিদ্ধান্ত ও প্রয়োগের, আদর্শ ও যথার্থের এবং জ্ঞান ও ক্রিয়ার সুন্দর সমন্বয় সাধন করা হয়েছে। এ বইটি চাণক্যর জীবনী আছে, তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এগুলোর সাথে তার প্রেরণা দেওয়া আছে, জীবনকে সুখ-সমৃদ্ধ করে তোলার তার নীতি ধারা, তার ব্যাখ্যা দেওয়া রাস্তাও আছে। শাসক হওয়া, শাসক তৈরি করা, সাম্রাজ্য স্থাপন করা, তাকে সুদৃঢ় করা, তার যথোপযোগী ব্যবস্থা নেওয়া, উত্তরোত্তর ধন-সম্পত্তি বৃদ্ধি করা, প্রত্যেকটি জিনিস লেখা আছে। বইটি সহজ এবং সুগঠিত বাংলায় লেখা হয়েছে যাতে সবাই এটা পড়ে উন্নতি অর্জন করতে পারে। আপনি যত মনোনিবেশ দিয়ে বইটি পড়বেন, ততই আপনার জ্ঞান ও আনন্দ বৃদ্ধি পাবে।