আমি কোন সুরেতে ডাকব তোমায় ওগো রাব্বানা,
কোন পথেতে খুঁজলে তোমার পাব ঠিকানা।
তোমার প্রেমের আগুন দিয়া
মাটির দেহ যায় পুড়িয়া
ফুল ফোটাবো কি নাম দিয়া দয়াল তুমি বলো না।
মাটির দেহ মাটি হবে
আসল বস্তুু কোথায় যাবে
মরে গেলাম প্রেম বিহনে বন্ধু পেলাম না।
প্রেমের দুয়ার দাওনা খুলে
বাসর হোক মোর প্রেমের ফুলে
আজিজুল কয় রবো মূলে তোমায় ছাড়ব না।
#
প্রাণের বন্ধুরে তোর বিচ্ছেদে ঝরে দুই নয়ন,
তোমায় বুকে না পাইলে ত্যাজিবো জীবন।
ভালোবাসার কত জ্বালা
জানে আমার মন পাগেলা
মনের কথা বলি কারে কে হবে আপন।
সাধের বাগে ফুল ফোটালে
সন্ধ্যাবেলা ফুল ঝরালে
প্রেমের তরী ডুবাইলে কি করি এখন।
আশা ছিল আমার মনে
কইবো কথা বন্ধুর কানে
আজিজুল কয় এসো বন্ধু
চাঁদেরি বদন।
#
বিচ্ছেদের ওই জ্বলছে আগুন আমার অন্তরে,
কোথায় আছ নিষ্ঠুর বন্ধু এসো না ফিরে।
তোমার লাগি গাঁথি মালা
হৃদয় বাগে ঘর উজালা
মন যে আমার আলা ভোলা প্রেমেরো নীড়ে।
কি করিতে কি যে হলো
জীবন তরি ডুবে গেল
বন্ধু আমায় প্রেম শিখায়ে গিয়াছে দূরে।
মনে মনে কত ভাবি
জীবন দিবো তোমায় সঁপি
ভালোবাসার ফুল ফোটাবো নদীরও তীরে।
ঝরনা হয়ে চলব ছুটে
ভালোবাসা নিবো লুটে
আজিজুল কয় প্রেমের খাটে রাখিবো তোরে।