এতদিন শুধু শুনে এসেছি এই কুরআন জীবন্ত মুযিজা। পূর্বে বৈজ্ঞানিক বিষয়াবলি পরিচিতি পাবার বদৌলতে ডা. মরিস বুকাইলির বই ‘বাইবেল, কুরআন ও বিজ্ঞান’ এবং ডা. জাকির নায়েকের লেকচার থেকে এটা দেখেছি। কুরআনের সাথে বিজ্ঞান বা কুরআনের সাথে কুরআনের স্রষ্টা ও তার সমস্ত সৃষ্টি এবং তাদের প্রাকৃতিক নিয়ম মিলবে এটাই আল্লাহর সুন্নত (নিয়ম-পদ্ধতি)। কিন্তু বৈজ্ঞানিকের ভুল গবেষণা, ভুল ডাটা, আংশিক ডাটা, বায়াস বা আদর্শিক পক্ষপাতিত্ব, আদর্শিক ফান্ডিং, ভুল মেথডোলজির (পদ্ধতি) কারণে অনেকে উপসংহারে এসে ভুল ফলাফল উপস্থাপন করে। বিজ্ঞানে তখন অবৈজ্ঞানিক আদর্শ ও রাজনীতি ঢুকে যায়। আবার নতুন আবিষ্কারের ফলে বহু পুরাতন বৈজ্ঞানিক গবেষণার ফল ভুল প্রমাণিত হয়, , তখন আবার কুরআনের ভুল ধরতে আসে অনেকে। বিজ্ঞান, বৈজ্ঞানিক আর আদর্শ যে এক নয় এটা অনেকেই ভুলে যায়। মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কালাম ভুল হতে পারে না, স্রষ্টার কালামের সাথে তার সৃষ্টির নিয়মেও ভুল হয় না; কিছু ব্যতিক্রম রয়েছে যা আমাদের সীমাবদ্ধতা দেখায় (মুযিজা, ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, ক্লিনিক্যালি ডেথ), আর স্রষ্টার নিরঙ্কুশ ক্ষমতার নিদর্শন হিসেবে থাকে। কিন্তু এমন একটি মুযিজা রয়েছে যাকে ভুল প্রমাণিত করা যায় না, বরং এর সৌন্দর্যে বিমোহিত হতে হয়। কারণ ৬০০ পৃষ্ঠার মতো একটা আস্ত কিতাব মুখে মুখে মুখস্ত হয়, এমন স্বতস্ফুর্ত কিতাবের এমন এমন বৈশিষ্ট্য রয়েছে যা কখনো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, পনেরশ বছর পূর্বেও সম্ভব না, পরেও না! ৬০০ পৃষ্ঠা, তাও আবার কথাবার্তার মতো স্বতস্ফুর্ত বক্তৃতায়! সেই মুযিজার পরিচয় পাই উস্তাদ নোমান আলী খানের বক্তৃতা থেকে। পূর্বে মুজিযার কথা শুনলেও, এই প্রথম দেখতে পাই, পড়তে পাই। আহা! “আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন”—এই হাদীসের কি অপূর্ব নমুনা কুরআনের পরতে পরতে। যেন সৌন্দর্যগুলো ভোরের শিশির কণার মতো ঠিকরে ঠিকরে পড়ছে তাঁর কালামের পাতায় পাতায়। এই সৌন্দর্য কেবল গঠনে নয়, এর সৌন্দর্য ছড়িয়ে আছে এর ভাব, গঠন, বিষয়, প্রজ্ঞা, শিক্ষা, মিল-অমিল, ধারাবাহিক, উল্টো, একই সূরায়, জোড় সূরায়, গুচ্ছ সূরায়, আবার পুরো কুরআন জুড়ে! এই দরিয়ার গভীরতা যে অন্তহীন! প্রতিনিয়ত আলেমরা এই সমুদ্রের গভীরে যাচ্ছে, আর অল্প অল্প অলঙ্কারের বিস্ময় কুড়িয়ে আনছে! সুবহানাল্লাহ!
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন লেখক এবং ইসলামি বক্তা নোমান আলী খান এর বই সমূহ ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট জনপ্রিয়তা পেয়েছে। তার ‘ডিভাইন স্পিচ: এক্সপ্লোরিং কুরআন অ্যাজ লিটারেচার’ বইটি মুসলিম বিশ্বে বেশ আলোড়ন তোলা একটি বই। এ বই তাকে লেখক এবং ধর্মীয় যুক্তিবিদ হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। বর্তমানে তিনি ‘দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুর'আনিক স্টাডিজ’ এর সিইও এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আমেরিকান মুসলিদের নিকট তুমুল জনপ্রিয় এ বক্তা তার ইসলামিক জ্ঞান এবং যুক্তি-তর্কের দ্বারা মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন। ইসলামিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক ‘দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর তৃতীয় সংস্করণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। নোমান আলী খান ১৯৭৮ সালে পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বাবা সেসময় পাকিস্তানি কূটনীতিক হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। বাবা-মা উভয়েই পাকিস্তানি হলেও নোমানের পাকিস্তানে বেশি দিন থাকা হয়নি। বাবার কর্মস্থল পরিবর্তনের কল্যাণে সৌদি আরবে ৬ বছর বসবাস করার পর আমেরিকায় চলে আসেন নোমান। এরপর থেকে আমেরিকাতেই থাকছেন এই ধর্মীয় বক্তা। ধর্মীয় শিক্ষায় তার হাতেখড়ি হয়েছিল সৌদি আরবেই। এরপর আমেরিকাতেই তিনি চালিয়ে গেছেন ক্লাসিক্যাল আরবি শিক্ষা। বর্তমানে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বসবাস করছেন তিনি। নোমান আলী খান বাংলা বই লেখেননি, তথাপি তার ‘ডিভাইন স্পিচ’ এবং ‘রিভাইভ ইয়োর হার্ট’ সহ বেশ কিছু বই বাংলায় অনূদিত হয়েছে। এছাড়াও, ‘প্রশান্তির খোঁজে’ এবং ‘বন্ধন’ বইগুলোও রয়েছে নোমান আলী খান এর বই সমগ্রতে।