এম. ভি. পায়রা সাদা রঙের তিনতলা বিশিষ্ট একটি লঞ্চ। সদরঘাট থেকে যাত্রা শুরু করলো। গন্তব্য বরগুনা। ইদের ছুটিতে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে একদল মানুষ। ভাসমান লঞ্চের ভিতরে সৃষ্টি হয়েছে কিছু প্রশ্ন? হৃদয় ভর্তি অভিমান নিয়ে লঞ্চে ওঠা আসিফের অভিমানের শেষ পরিণতি কী? কেবিন বয় আউয়াল নিজের উপর আসা সব আঘাত সহ্য করতে পারে। কিন্তু তার বন্ধু কেবিন বয় রুবেলের উপর আসা আঘাত তার সহ্য হয় না কেন? রুবেলের নির্যাতিত হওয়ার প্রতিশোধ কি আউয়াল নিতে পারবে? সম্পূর্ণ অচেনা গন্তব্যের উদ্দেশ্যে হঠাৎ করে লঞ্চে উঠে পড়ার পিছনে উদ্দেশ্য কি সাকিবের? আলা-আমিন আর আফজাল ডেকে পাশাপাশি চাদর বিছিয়ে শুয়ে আছে। আল-আমিনের মনে আনন্দ। সে যাচ্ছে বিয়ে করতে। আফজালের হৃদয় বিধ্বস্ত। তার একটা গোপন উদ্দেশ্য আছে। সে তার জীর্ণশীর্ণ পুরনো জীবনটাকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে বিসর্জন দিতে চাচ্ছে। তার শেষ পরিণতি কী? প্রফেশনাল কিলার কালাম মুন্সীর লঞ্চে আগমনের কারণ কী? চার বন্ধু মিলে একটা কেবিনে লঞ্চ জার্নিটা কেমন হবে? মেঘনা নদীতে হঠাৎ আঘাত করা ভয়াবহ ঝড় কার জীবনে কতটা পরিবর্তন আনবে? সব প্রশ্নের উত্তর জানে এম.ভি. পায়রা। সাদা রঙের তিনতলা বিশিষ্ট একটি লঞ্চ।