যশোর জেলার সদর উপজেলার উপশহরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল তার অধিকাংশ স্থান সম্পর্কে জানা যাবে এ গ্রন্থটিতে। যশোর বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা এ জেলায় পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছে সে গণহত্যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের গণহত্যার প্রকৃতি থেকে কিছুটা ভিন্ন ছিল। গবেষক তাঁর গবেষণায় এই ভিন্নধর্মী গবেষণার প্রকৃতিটা তুলে আনার চেষ্টা করেছেন। যশোর উপশহরে অবাঙালিদের বসবাস বেশি থাকায় এখানে একাত্তরে পাকি¯ত্মানি হানাদার বাহিনী ও তার দোসররা ঘৃণ্যতম গণহত্যা চালিয়েছিল। নির্যাতিত, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ভাষ্য থেকে তা জানা যাবে। শহিদদের নাম-পরিচয়, শহিদ ও শহিদ বুদ্ধিজীবীদের জীবনী, নির্যাতিতদের নাম-পরিচয়, নির্যাতনকারীদের নাম পরিচয়, শহিদ পরিবারের জীবনসংগ্রাম, স্মৃতি সংরড়্গণের প্রয়াস ইত্যাদি অপ্রকাশিত, অকথিত ও অপ্রচারিত তথ্যগুলোকে কবি, লেখক ও গবেষক পারভীনা খাতুন অত্যত্ম ধৈর্য, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া মুক্তিযুদ্ধকালীন গণহত্যার বিভিন্ন আলোকচিত্র থেকে সেসময়কার মুক্তিসংগ্রামের মর্মস্তুদ কাহিনি দেখতে পাবেন সেইসঙ্গে বইটি পড়লে ১৯৭১-এর পাকি¯ত্মানি বাহিনীর নারকীয়তা উপলব্ধি করতে পারবেন।