গোলাম কুদ্দুস চঞ্চল, বহুমুখী প্রতিভার অধিকারী প্রচারবিমুখ নিভৃতচারী লেখক। গান, গল্প, কবিতা, উপন্যাসসহ সাহিত্যের সকল আঙিনায় তাঁর সচ্ছন্দ পদচারণা। বিশ্ববিদ্যালয়ের দেয়াল পত্রিকা দিয়ে লেখালেখির শুরু ১৯৭২ সালে। সেই থেকে লেখালেখিতে নিরলস ধ্যান-মগ্নতা। লিখেছেন সমকাল, যুগান্তর পত্রিকায়। কিশোর তারকালোক, টইটম্বুর, ডাকটিকিটের নিয়মিত লেখক। প্রকাশিত গ্রন্থ ১২টি। প্রণয়ী জোছনা লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ্য। ১০০ প্রেমের কবিতার সমারোহ এই গ্রন্থ যেন এক টুকরো ভালোবাসার ভূখণ্ড! লেখায় প্রণয়ের রসায়নের পাশাপাশি বিরহ-যন্ত্রণার উপস্থিতিতে বিশ্বাসযোগ্যতার ছোঁয়া রয়েছে। এই গ্রন্থে কবি প্রেমের উত্থান পতনের বিচিত্রতা অনির্বচনীয় দক্ষতায় বিবৃত করেছেন। ‘ভালোবাসার অচেনা ভাইরাস’ কবিতায় বলেছেন- ‘চুম্বনে তৃষ্ণা মেটাতে গিয়ে/ সেই এক বিব্রত দুপুরে/ ভুল করেছি কি না জানি না/ পরে জানলাম ভালোবেসেছি’। অন্যত্র ‘অসুখ’ কবিতায় বলেছেন- ‘ভালোবাসার পাশে শুয়ে থাকা অসুখেরা/ কাঁথার মিষ্টি ওমে/ রক্তচোষা ছারপোকা হয়ে/ নিরন্তর বেড়ে ওঠে’। এভাবেই তিনি তাঁর কবিতার পংক্তিমালায় একদিকে যেমন প্রেমের অর্ঘ্য সাজিয়েছেন, পাশাপাশি প্রেমজাত বিরহ, অভিমানের চিত্র ফুটিয়ে তুলেছেন তাঁর লেখার সহজাত চমৎকার গাঁথুনি এবং কাব্যিক সৃষ্টিশীলতায়। তাঁর কবিতা নিঃসন্দেহে পাঠকের মনে রোমান্টিক আবহ ছড়াবে। সেই সাথে জীবনের খাতায় কষে নিতে পারবে দুঃখ কষ্টের নিবিড় গণিত। প্রত্যাশা প্রণয়ী জোছনা পাঠকের ভালো লাগবে। অনার্য নাঈম, কবি
গোলাম কুদ্দুস চঞ্চল। জন্ম ১৫ মে ১৯৫৩, চাটখিল, নোয়াখালী। বাবা আমিন উল্লাহ মাস্টার। মা হাবিবা খাতুন। স্ত্রী ইফাত শারমিন চন্দনা। দুই সন্তান দীপ হাসনায়েন (ব্যাংক কর্মকর্তা) ও প্রতীত হাসনায়েন (গ্রাফিক ডিজাইনার)। পড়াশোনা অনার্স ও মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাহী সম্পাদক, ঝুনঝুনি, শিশু সাহিত্য ম্যাগাজিন। বর্তমানে অবসরপ্রাপ্ত (ব্যবস্থাপক, বিমান, বাংলাদেশ এয়ার লাইন্স)। প্রকাশিত অন্যান্য বই; কবিতা- একটি ঝরা ফুলের গল্প, গ্রহনের কাল, ১০০ অনুকাব্য। গল্প- আমাদের কথা। শিশুতোষ- ছবি ছড়া মজার পড়া, ওরা তিনজন, ওরা তিলে তিলে খায়, তুলি বুলি, ভূতের মাসি। উপন্যাস- বিপন্ন প্রহর। যৌথ কাব্যগ্রন্থ- এক ঝাঁক জোনাকির স্বপ্ন। স ম্পাদনা- নির্বাচিত ভয়ংকর ভূতের গল্প।