সূচিপত্র * রবীন্দ্রনাথের আত্মপরিচয় : স্বরূপ দর্শনের শিল্পকথা * রবীন্দ্রকবিতায় প্রকাশ ও সৃজনের দ্বৈতাদ্বৈত * কবি নজরুলের অভিভাষণ * সুধীন্দ্রনাথের ক্ষণিকা ও শাশ্বতী * বুদ্ধদেব বসুর ‘কবিতার শত্রু ও মিত্র: একটি খোলা চিঠি’র উত্তর * কবি বিষ্ণু দে : একজন দ্বান্দ্বিক সাম্যসুধী * নজরুলের নারীভাবনায় মিথ-এষণা * বুদ্ধদেব বসুর নন্দনভিতে মিথ * কবি ফররুখ আহমদের ভাবাদর্শে মিথের ভূমিকা * শামসুর রহমানের কবিতায় কল্পোক্তি * আজীজুল হকের কবিতা : অস্তিত্বের রূপশৈলী * জন্মের-স্মরণ-পূর্ণ বাণী * পলাতকা : মুক্তির পরিসর * বিষ্ণু দে-র ওফেলিয়া : পর্দায় ঢাকা বাড়ি * যৌবনবাউল : ঈশ্বর জলছবি নয় * ইকারুসের আকাশ : কবির ডানা * বাংলাদেশের পঁচিশ বছরের কবিতার পরিপ্রেক্ষিত * বাংলাদেশের কবিতার ভাষা * বাংলাদেশের কবিতায় প্রেম-মনস্তত্ত্ব
ভূমিকা গ্রন্থটি কবি ও কবিতাবিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন। বিভিন্ন অনুষ্ঠানে পঠিত এবং সাহিত্য-সংস্কৃতি পত্রিকার জন্য লিখিত। রবীন্দ্রনাথ বিষয়ক লেখালেখি ইতঃপূর্বে , কবির সার্ধশত জন্মবর্ষ আয়োজিত বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থাপিত হয়। কবি ‘নজরুলের অভিভাষণ’ শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমীতে প্রদত্ত বক্তৃতার লিখিত রূপ। এটি প্রকাশিত হয়েছিল সন্জীদা খাতুন সম্পাদিত ‘বাংলাদেশের হৃদয় হতে’ পত্রিকায়। অধিকাংশ লেখা মুদ্রিত হয় সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ‘উলুখাগড়া’ পত্রিকায়। শুধু ‘পলাতকা : মুক্তির পরিসর’ ছাপা হয়েছিল ভীষ্মদেব চৌধুরী সম্পাদিত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকার হীরক জয়ন্তী সংখ্যায় ।
গবেষক ও প্রবন্ধকার বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। পিতা মোহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম। বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।