প্রাগৈতিহাসিক যুগ হতে মানুষ পরিবেশ প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করে আসছে। আমরা আরাম-আয়েশ, ভোগ-বিলাস, সভ্যতা- ক্ষমতার জন্য প্রতিনিয়ত প্রকৃতি ও পরিবেশকে নানাভাবে দূষিত করছি। প্রতিদিনই এই ধরিত্রিকে আমরা বসবাসের অনুপযুক্ত করে তুলছি দূষণের মাধ্যমে। পরিবেশ দূষণের উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে- জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়, দ্রুত শিল্পায়ন, সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার, শিল্প- কলকারখানার বর্জ্য, গাড়ির বিষাক্ত ধোঁয়া, অপরিকল্পিত গৃহ নির্মাণ, দারিদ্র্য, প্রসাধন সামগ্রী ও প্লাস্টিকের অস্বাভাবিক ব্যবহার ইত্যাদি। ভয়াবহ এই পরিবেশ দূষণের কারণে জলবায়ুও অস্বাভাবিক হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের জন্যও মানুষই বেশি দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। খরা, মরুকরণ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়-এর মত প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এসব দুর্যোগ আরও বাড়তে পারে। সুস্থভাবে বাঁচতে হলে, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাইলে আমাদে দূষণ কমাতে হবে এবং পরিবেশ সচেতন হতে হবে। পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কি করনীয় সেটা এ গ্রন্থে সরকারের কর্মকর্তা, লেখক ও গবেষক ড. মাজেদ মিন্টু চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ড. মাজেদ মিন্টুর 'পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন' গ্রন্থটি সচেতন পাঠক এবং পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠবে।