মুমিনের কোনো কাজ যখন আল্লাহর হুকুম ও রাসূল (সা.)-এর সুন্নাত মোতাবেক হয়, তখন তা ইবাদতে পরিণত হয়। তাই আমাদের দৈনন্দির জীবনের প্রতিটি কাজ শরিয়তসম্মত ও ইবাদতের অঙ্গীভূত হওয়ার জন্য আল্লাহর হুকুম ও রাসূল (সা.)-এর উপদেশ মতো হওয়া বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত রেখেছেন। যাতে বান্দাকে পরকালে নাজাত দান করতে পারেন। তাই তো কুরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত। এসব দোয়া ও ইবাদত যদি আমরা নিয়মমাফিক অনুসরণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ হবে বরকতময় এবং ছহীহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই জীবনব্যবস্থাকে পুক্সক্ষানুপুক্সক্ষরূপে কুরআন ও হাদীসের আলোকে আঁকড়ে ধরা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের অজু, গোসল, খাওয়া, চলাফেরা, কাপড় পরা, ঘুমাতে যাওয়া, গাড়িতে উঠা, গাড়ি থেকে নামা, সালাত আদায়, রোজা বা সিয়াম পালন করা, হজ করা, জাকাত দেয়া ইত্যাদি প্রতিটি কাজেরই মাসলা-মাসায়েল রয়েছে। সালাত আদায় করা, পবিত্র কুরআন পাঠ করা, আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের নিয়ে ব্যক্তিগত জীবনাচারের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কুরআনের আদেশ-নিষেধ আর রাসূলের (সা.) উপদেশ। যা অত্যন্ত সচেতনতার সঙ্গে প্রতি পদে পদে আমাদের মেনে চলা ও অনুসরণ করা পবিত্র দায়িত্ব। আমাদের প্রিয়নবী মহানবী হজরত মুহাম্মাদ (সা.) প্রতিটি কাজ যেভাবে করতেন, আমাদের উচিত সেভাবেই কাজগুলি করা। আর এটা যখন আমরা করতে পারব তখন আমাদের প্রতিটি কাজই ইবাদত হিসেবে পরিগণিত হবে। ‘ছহীহ সালাত শিক্ষা ও জীবনঘনিষ্ঠ দোয়াসমূহ’ গ্রন্থে আমাদের দৈনন্দিত জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও জীবনের প্রতি পদে পদে দরকারি বিভিন্ন সালাত আদায়ের পূর্ণাঙ্গ পদ্ধতি, দোয়া ও সুরাসমূহ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া রোজা, হজ ও জাকাত বিষয়ে আলোচনা রয়েছে বইটিতে। আশা করি প্রতিটি পাঠক এ বইটি পড়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়া, সুরা ও সালাত সম্পর্কিত বিভিন্ন মাসলা-মাসায়েল জানতে পারবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। অনেক সচেতনতা অবলম্বন করা সত্ত্বেও বইটিতে কিছু ভুল থেকে যেতে পারে। তার জন্য পাঠককুলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তী সংস্করণে সকল ভুল সংশোধন করে দেয়া হবে। ইনশাআল্লাহ।