ছোটগল্প বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ সন্তান। গল্প আর ছোটগল্প স্বতন্ত্রবৈশিষ্ট্যমণ্ডিত। ছোটগল্প জীবনের বিস্তৃত-বর্ণিত উপাখ্যান নয়, আঁটোসাঁটো রচনা। লেখকের ব্যক্তিত্বমণ্ডিত অনুভূতিই ছোটগল্পের বীজ। ছোটগল্পের উপস্থাপনায় নাটকীয় কৌশল আর সমাপ্তিতে আকস্মিক চমক থাকা বাঞ্চনীয়। সর্বাধুনিক সাহিত্যশিল্প এই ছোটগল্পে থাকে জীবনের খণ্ডচিত্র। সৌমেন দেবনাথের ছোটগল্পের প্লট নির্মাণ অভিনব, শব্দচয়ন নান্দনিক, চরিত্র-চিত্রণ চিত্তাকর্ষক, উপস্থাপন রীতি-ভঙ্গি আধুনিক। মানুষের বিস্ময়, আবেগ, অনুভূতি, স্বপ্ন-কল্পনা, জীবন প্রণালী, আচার-আচরণ, বিশ্বাস, সংগ্রাম, প্রেম-চেতনা, প্রকৃতি-চেতনা ও রহস্যানুভূতির অপরূপ মিশ্রণ আছে তার ছোটগল্পে। জীবনমন্থিত ছোটগল্পগুলোর গতি দুরন্ত। বিষয় নির্বাচনে তার অন্তর্শক্তির প্রয়োগ দৃশ্যমান। যুগমানস, সমাজমানস ও ব্যক্তিমানস-সচেতন লেখকের ছোটগল্পগুলো সূর্যস্পর্শী, শীর্ষস্পর্শী। সুখদুঃখপূর্ণ জীবন গল্পবস্তু ও রূপরীতিতে জীবন্ত রূপ পেয়েছে। তার ছোটগল্পগুলোর আঙ্গিকবিন্যাস, ভাষাবিন্যাস, বিষয়বিন্যাস, গঠনকৌশলও চিন্তাপ্রসূত ও নিরীক্ষাপ্রবণ। জীবনসত্য ঘটনার গ্রন্থন নৈপুণ্য ও মায়াবী বুনন দেখে আমার উপলব্ধি তার শিল্পমানস লক্ষ্যাভিমুখী এবং সপ্রতিভ। শাব্দিক অলংকারে রচিত তার শব্দ-পাহাড় ছোটগল্পগুলো কত বেশি শিল্পগুণে ও শিল্প প্রকরণে উত্তীর্ণ এবং শিল্পসম্মত তা সময় বলবে। সাবলীলতা ও সহজতায় স্বতঃস্ফূর্ত প্রকাশমানগুণ তাকে দীর্ঘদূর নিয়ে যাবে এ আমার বিশ্বাস। তার শিল্পসত্তা ও শিল্পকৌকর্য ক্রমাগত বিকশিত হোক এই প্রত্যাশা থাকলো। পাশাপাশি তার প্রকাশিত প্রথম ছোটগল্পগ্রন্থ এই ''দারিদ্র্যের কাঠগড়ায়'' পাঠকমহলে সমাদৃত হবে এই শুভাশিস থাকলো।