সুহিতা সুলতানা আশির প্রান্তবর্তী সময়ের প্রতিনিধি। তাঁর কবিতায় আত্মযন্ত্রণা শ্লাঘা দৈনন্দিন টানাপোড়েন অভিমান, জৈবনিকতা ও যন্ত্রণা নানা রঙের রেখায় চিত্রিত হয়েছে। সমকালীন সংস্কার আর প্রচলিত বিধিগুলোর প্রতি নির্মম ঘৃণাবোধ সুহিতা সুলতানার মানসকে ঋণাত্মক প্রবাহে প্রসূত হতে প্রাণিত করেছে। শিল্প সচেতন কবি হিসেবে কবিতার মতো মৌলিক এবং গূঢ় শিল্পের বিশেষণে শব্দে চৈতন্যকে তিনি স্পর্শ করতে চান। অসঙ্গতি যা জীবন যাপনের দোলাচলে দীর্ণ, সত্যোচ্চারণে ভীত, অন্যায়ের প্রতি আপোষহীন এসব ক্ষেত্রে সুহিতা সুলতানা তীব্র প্রতীকী আর উপমা দিয়ে আক্রমণ করেন কুপমণ্ডূক সময়, সমাজ ও মানুষকে। কবিতাকে তিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চান; বিষয় ও আঙ্গিকের নতুনত্বে তাঁর কবিতার অখণ্ড সৃজন সার্থক হয়ে উঠেছে। তাঁর সময়ের কবিদের থেকে সম্পূর্ণ ভিন্নতর শিল্পবোধ এবং সৌন্দর্যবোধের অস্তিত্বময় কবিতা নির্মাণের কলাকৌশল যুক্ত করেছেন কবিতায়। নির্মোহ দৃষ্টি দিয়ে কবিতার ভুবনকে বোধের বিশিষ্টতায় পূর্ণ করেছেন তিনি। কবিতায় চমক সৃষ্টি করবার অসাধারণ ক্ষমতা সুহিতাকে দিয়েছে ব্যতিক্রমী কাব্যভুবন। শ্রেষ্ঠ কবিতা সুহিতা সুলতানার সেই পূর্ণতাকে গভীর অনুশীলনের নির্ভুল সূত্র পাঠকের চিন্তনকে আলোকিত করবে।
সুহিতা সুলতানা, জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯৬৫ যশাের । শেখ বােরহান উদ্দিন আহমেদ ও সৈয়দ রেবেকা সুলতানার দ্বিতীয় সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা হিসেবে গ্রন্থেন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযােগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দু’বাংলার জনপ্রিয় কবি সুহিতা সুলতানা। পাঠকপ্রিয়তা তাঁর লেখার ভুবনকে করেছে আলােকিত। নিভৃতচারী এ কবি অনবরত অরণ্য পাহাড় সমুদ্রের। মুখােমুখি অনন্তকাল বসে থাকতে চায়; স্পর্শ করতে চায় কুয়াশা শিশির বৃক্ষরাজি পত্রালী বনফুল মেঘপুঞ্জ। প্রিয় ভাষা বাংলা ভাষা চর্চা করেন নরওজিয়ান, রুশ ও হিন্দী । প্রকাশিত কাব্যগ্রন্থ : দাঁড়াও পথিকবর (যৌথ), দুঃসহ শুদ্ধতা, অবিরাম শােকার্ত স্বপ্নেরা, অসংখ্য অভিশাপ। আমার নিদ্রার ভেতরে, হাওয়ায় হাওয়ায় ওড়ে বিষঘুম, শূন্যতার এক আশ্চর্য মহিমা, নির্বাচিত কবিতা, ভাসে বহুবিধ খেলা, কবিতা সমগ্র ১। প্রবন্ধ গ্রন্থ : সুহিতা সুলতানার গদ্যসংগ্রহ, প্রথম খণ্ড; সম্পাদনা গ্রন্থ : ১৯৪৫-১৯৯৫ ষাটজন কবির কাব্যচিন্তন; গ্রন্থ, প্রকৃতি, বিজ্ঞান ও মন এবং গদ্য ও অন্যান্য প্রসঙ্গ। উপন্যাস : মুখােশের আড়ালে নরনারীগণ, মানবাঙ্ক, মুক্তিযুদ্ধ ও একা একজীবন, ধ্বংসবীজ।