“কল্লোল যুগ বাংলা সাহিত্যে একটি বিশেষ অভিধায় স্বীকৃত এবং চর্চিত- বিশেষত এ সময়ে বাংলা সাহিত্যের মৌলিক যে সব পরিবর্তন ও বিবর্তন সূচিত হয়- সেটাকে অগ্রগণ্য করেই শিল্পের ধারাবাহিকতার একটি ধারা প্রবাহিত হয়েছে। প্রথাগত বনেদি জীবনবোধের বিপরীতে প্রলেতারিয়েত ও নিম্নবর্গীয় প্রান্তজনের কথকতার প্রামাণ্য রূপ যেন এ সময়ের কথাসাহিত্য। শৈলজানন্দ, যুবনাশ্বের, অচিন্ত্যকুমার, প্রেমেন্দ্র মিত্রসহ কল্লোলের অপরাপর লেখকবৃন্দের কথাসাহিত্যের শিল্পদর্শন অন্বেষণ এ গবেষণা গ্রন্থ। ড. দীপক বর্মন কাঠামোবদ্ধ ও গবেষণার রীতি-পদ্ধতির যুগলবন্দির সমান্তরালে নিম্নবর্গের জীবনকে উপস্থাপন করেছেন সহজাত প্রবণতায়। গবেষণা গ্রন্থ পাঠের কাঠিন্য এ গ্রন্থে বিরল- বরং শ্রুতিমাধুর্য্যপূর্ণ ভাষাদক্ষতায় এ গবেষণা গ্রন্থটি কল্লোল যুগ সাহিত্য বিষয়ক একটি মান্য এবং প্রামাণ্য গ্রন্থ হয়ে উঠেছে, দীক্ষিত পাঠক এ গ্রন্থ আস্বাদনে কল্লোল যুগ ও এ সময়ের লেখকবৃন্দের বিষয়ে যেমন আগ্রহী হয়ে উঠতে পারেন তেমনি নির্মোহ ও একাডেমিক বিশ্লেষণের রূপায়ণ আবিষ্কার করবেন নিঃসন্দেহে।” রাহেল রাজিব, পিএইচডি সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০, বাংলাদেশ।
পিতৃদত্ত নাম দীপকচন্দ্র বর্মন (১৯৮০)। জন্মস্থান কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার আসাম-বাংলাদেশ সীমান্ত গ্রাম রাজারকুঠি। এ.বি.এন. শীল কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক, স্নাতকোত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। ‘কল্লোল যুগের কথা সাহিত্যে নিম্নবর্গীয় জীবনের আত্মরূপ অনুসন্ধান’ শীর্ষক গবেষণায় পিএইচ.ডি ডিগ্রি লাভ। যৌথ সম্পাদনায় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ‘চিরাচরিত বাংলা কবিতা : বিবিধ বৈচিত্র্যে’, ‘চয়ন’ পত্রিকার সহ-সম্পাদক। কলেজ জীবন থেকেই কবিতায় যাপনের প্রতি আসক্তি, জীবনের জটিল মিথস্ক্রিয়াকে কবিতায় আঁকিবুঁকির তাড়না ও দায়বদ্ধতা উপলব্ধি। বাংলার পাশাপাশি রাজবংশী ভাষাতেও নানা পত্র-পত্রিকায় কবিতা ও প্রবন্ধ রচনা করে পরিচিতি অর্জন করেছেন। ‘ন্যানো গ্রাম বিষ’ কবির প্রথম কাব্যগ্রন্থ।