রামায়নে আছে শোক থেকে স্লোকের উৎস আর শেলির স্কাইমার্ক কবিতায় আছে our sweetest songs are those. that tells us saddest thought এর অনুবাদ আর যাই হোক আমি বলবো কবিতা মানুষের মনের দুঃখ যন্ত্রণা ও হৃদয়ের রক্তক্ষরণ এবং এ জন্যেই রবীন্দ্রনাথ বলেছেন কবিতা বক্ষের “বেদনা অপার” দিওয়ানে কাজল কবি আসাদ কাজল এর হৃদয়ের যন্ত্রণা বক্ষের বেদনা অপার ও ক্ষত-বিক্ষত হৃদয়ের রক্ত ক্ষরিত নান্দনিক ফসল। দিওয়ানে কাজল ওমর খৈয়ামের রুবাই বা হাফিজের দিওয়ান নয়-এখানে কবি আসাদ কাজল মৌলিক একটি অভিসত্তা তৈরি করেছেন এবং এগুলো এক একটি হিরকখণ্ড। প্রেম, বিরহ ও ভালবাসা দেহের আল ভাঙা, সীমা আর অসীম এবং বিরহ বেদনায় আপ্লূত কোন দূরায়ন বাসনায় শ্লোকগুলো যেনো বিন্দুতে সিন্দুর অবস্থান। কেউ কেউ বলেছেন ‘দিওয়ানে’ আসাদ কাজল নিজে উপস্থিত হয়েছেন কিন্তু না আমি বলবো, তার দিওয়ানের ভাব ও অনুভূতি বিশ্বমানবের আর্তি ও ভাব বিশ্বময় ছড়িয়ে ব্যপকতর হচ্ছে তিনি যেনো বিশ্বমানবের মনের অনুভূতিকেই প্রকাশ করেছেন। তার কবিতায় বিশ্বাত্বাবোধ ও বৈশ্বিত্বতা আলোকিত হয়ে উঠেছে। তিনি একজন সদ্ধ্য সচেতন কবি। বাণীর মেল বন্ধনে এবং কবিতাকে তিনি সদ্ধারিক্ত, ভাবাতিরিক্ত এবং অর্থারিক্ত করে তুলেছেন। তার কবিতায় রয়েছে প্রতীকি চেতনা এবং কবিতাকে তিনি স্থানকাল উর্দ্ধে তুলে ধরেছেন। কবি আসাদ কাজল নন্দিত কবি এবং পয়েটশো ‘দিওয়ানে কাজল’ এর জন্য ও তিনি নন্দিত হবেন। তার অভিনন্দন হোক লোকে লোকে আলোকে আলোকে- বিশ্বলোকে। - ড. সফিউদ্দিন আহমদ