আজকের বিশ্বে প্রতিটি সচেতন মানুষই ইচ্ছুক নিজের খাদ্য নিজে উৎপাদন করতে যার প্রধান কিছু কারণ হলো স্বাস্থ্য সচেতনতা, দীর্ঘস্থায়িত্ব এবং ব্যয় কমানো। যারা স্বাস্থ্য সচেতন এবং বাড়িতে তাদের নিজস্ব খাদ্য ফলাতে চায় তাদের জন্য দুর্দান্ত একটি পরিপূরক খাদ্য হলো সুপার ফুড মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন হলো বিভিন্ন শাকসবজি এবং ভেষজ জাতীয় উদ্ভিদের অল্পবয়স্ক চারা যার রয়েছে উচ্চ পুষ্টিগুণ, স্বাদ, সুগন্ধ এবং বিশেষ টেকচার। এই কারণেই স্বাস্থ্য সচেতন মানুষ যারা তাদের ডায়েটে তাজা এবং স্বাস্থ্যকর উপাদানগুলো অন্তর্ভুক্ত করতে চান তাদের কাছে মাইক্রোগ্রিনগুলো দ্রুত একটি জনপ্রিয় ও পছন্দের বিষয় হয়ে উঠছে। বাংলাদেশে, ঘরে বসে মাইক্রোগ্রিন উৎপাদনের আগ্রহ দিনদিন বাড়ছে, এবং এই বইটি, 'সুপার ফুড মাইক্রোগ্রিন সহজ উপায়ে বাড়িতে ও বাণিজ্যিকভাবে উৎপাদন কৌশল' আরো সহজ করে তোলার জন্যেই লেখা হয়েছে। এই বইটিতে সহজ এবং সাশ্রয়ীভাবে বাড়িতেই কীভাবে মাইক্রোগ্রিন ফলানো যায় তার জন্য ধাপে ধাপে নির্দেশিকা প্রদান করা হয়েছে। সঠিক বীজ নির্বাচন করা থেকে শুরু করে আদর্শ অবস্থায় মাইক্রোগ্রিনগুলো পৌঁছানো পর্যন্ত একজন মাইক্রোগ্রিন চাষির কী করণীয় তার প্রত্যেকটি ধাপ এই বইটিতে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের মাইক্রোগ্রিন এবং তাদের অনন্য সুবিধার পাশাপাশি খাবার এবং রেসিপিগুলোতে কীভাবে ব্যবহার করা যায় তার ধারণা দেওয়া হয়েছে। সাথে থাকছে স্পেশাল কিছু রেসিপি। এছাড়াও, বইটিতে সৌখিন মাইক্রোগ্রিন চাষিদের মুখোমুখি হওয়া সাধারণ চ্যালেঞ্জগুলো যেমন সঠিক বীজ বাছাই, রোগবালাই দমন, জীবাণু মুক্তকরণ, আলো, তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহারিক টিপস এবং কৌশলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক চাষিদের মাইক্রোগ্রিন খামার করার অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। তুলে ধরা হয়েছে দেশের বিশিষ্ট মাইক্রোগ্রিন গবেষকদের মতামত।