নিমোনিক (মনে রাখার সহজ উপায়) ওয়ার্ড স্মার্ট বাংলা বই বাজারে আছে কিন্তু নিমোনিক দিয়ে বাংলা বই নাই যা আপনাকে ওয়ার্ডগুলো খুব সহজেই মনে রাখতে সহায়তা করবে এই রকম বই বাজারে এই প্রথম নিয়ে আসলো কোয়ালিটি পাবলিকেশনস। বর্তমানে চাকুরীর পরীক্ষা বলি আর ভর্তি পরীক্ষা বলি না কেন এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে (For BCS, University Admission, GRE, GMAT, IELTS, SAT, TOEFL, IBA, Bank Jobs, Other Govt. and Private Jobs) একটি বড় অংশ জুড়ে থাকে এই ভোকাবুলারি। যা অনেকটা ট্রাম্পকার্ডের মতো কাজ করে থাকে। দেখা যায়, অন্যান্য সকল সেকশনে ভালো করা সত্তেও এই সেকশনে পিছিয়ে পড়ার কারণে অনেকেই পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারেন না। কিন্তু এই ভর্তি পরীক্ষায় বা চাকুরীর পরীক্ষায় ভোকাবুলারিতে ভালো করতে পারলে প্রিলিমিনারি পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকা যায়। তাই ইংরেজি সেকশনের জন্য ভালো প্রস্তুতি নিলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করাটা অনেক সহজ হয়ে যায়। বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষা এবং চাকুরীর পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষন করলে এটা ধারণা করা যায় যে, ভোকাবুলারি নির্ভর অনেক প্রশ্ন এসেছে যেমন, synonym, antonym, sentence, completion, analogy, spelling, error type সহ আরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোকাবুলারি নির্ভর প্রশ্ন এসে থাকে। তাই প্রস্তুতির সময়টিতে হাতে থাকা দরকার ভালো একটি ভোকাবুলারি বই। আর ভালো বইয়ের মধ্যে আমরা সবচেয়ে এগিয়ে রাখবো Word Smart বইটি কে। কিন্তু এই বইটিতো বিদেশি বই হওয়ায় তা লিখা রয়েছে ইংরেজিতে যা কিনা সবার জন্য সুখপাঠ্য নয় বরং বিরক্তির কারন হিসেবে বিবেচিত। তাই আমাদের দীর্ঘ এক বছরের পরিশ্রমের মাধ্যমে বইটির শব্দ সমষ্টি কে সম্পূর্ন বাংলা করতে সক্ষম হয়েছি। বইটিতে প্রয়োজনীয় সকল তথ্য খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু চমক হিসেবে রয়েছে (নিমোনিক তথা মনে রাখার উপায়) এই অংশটি। এছাড়া বইটি যেন শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়তে পারেন, তার সকল চেষ্টা লেখকবৃন্দ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে বইয়ের সহজবোধ্য উপস্থাপনের মাধ্যমে। আশাকরি, যারা বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এই বইটি। প্রত্যেকেই তার কাক্ষিত লক্ষ্যে পৌছে যাক- এই শুভকামনা রইলো।