প্রত্যেক মানুষের গহীন কোণে স্বপ্ন জেগে থাকে নিশ্চিত। নানান মানুষের নানান স্বপ্ন, গুণিতক গণনায়। এটুকু বলতে জ্ঞানী হবার প্রয়োজন নেই। বোধ করি, একটা ফুজিয়ামা টাইপের ঘুমন্ত স্বপ্ন জেগেছিলো অনেক বছর আমার অলিন্দের অন্ধকার প্রকোষ্ঠে। কিংবা হতে পারে নিলয়ের গহŸরে। তাতে কিছু যায় আসেনা। প্রণিধানযোগ্য হচ্ছে, হাজারো স্বপ্নতারায় উজ্জ্বল শুকতারা ছিলো সেটাই। উত্তরে যাবো একদিন, মহান আলাস্কা ছাড়িয়ে আরও উত্তরে যাবো একদিন। উত্তরের উত্তরে। বইটি সেই স্বপ্নপূরণ ছন্দ। কোন ধ্রপদী ভ্রমণ কাহিনী না, রসের আধার ছড়িয়ে ঢাউস ভ্রমণ গল্পও না, জ্ঞানবিজ্ঞানের সিক্ত মধুতে ভিজিয়ে কোন সাইন্স পাবলিকেশন্সও না। তাহলে কী? ঠিক জানিনা কী। হতে পারে, আমরা চাক্ষুষ যা দেখেছি তাই। প্রতিদিন যা করেছি তাই। ছোট্ট নোটবুকে টুকে রাখা মুহুর্মুহু আনন্দগুলো সহজ ভাষায় লিখে দেয়া। হতে পারে, স্বপ্নপূরণের অত্যাধিক উত্তেজনার ছেড়া ছেড়া কিছু বয়ান। কারণ যাই থাক, এই বই এক অনন্য সৃষ্টি সন্দেহ নেই। পাঠকের প্রাপ্তি কী? লেখক নিজের জন্যই লেখেন। পাঠক তার প্রাপ্তিটুকু বুঝে নেন নিজের তাগিদে। আমার কাছে এইই সহজ সরল হিসাব। তাই পাঠকের দৃষ্টিতে বইটি দেখে যা মনে হয়েছে তাই বলি। আমি আনন্দ পেয়েছি। লেখকের সাথে ঘুরে বেরিয়েছি পৃথিবীর অন্যতম কিছু দূর্গম স্থানে। লেখকের চোখে দেখেছি প্রকৃতির অবারিত রূপ-রস-সৌন্দর্য। পাহাড়-সাগর-জঙ্গল যেখানে মিলেমিশে একাকার সেখানে মাদার নেচার নিজেকে বিনা শর্তে সবটুকু উন্মোচন করে দেন। পাঠক, সুযোগ থাকলে ঘুরে আসুন উত্তরের উত্তরে। সম্ভব না হলে বইটি পড়ুন, উত্তরের উত্তরে। প্রাপ্তিটুকু বুঝে নিন।