দেশ ও সমাজের লাখো-কোটি মানুষের মধ্যে কিছুসংখ্যক ব্যক্তি থাকেন যারা সমাজ পরিবর্তনের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত থেকে ইতিহাস তৈরির কাজ করেন, আর কিছু থাকেন যারা ইতিহাস লেখেন। তবে ইতিহাস তৈরির মহান কর্মযজ্ঞে নিবেদিতপ্রাণ ব্যক্তিরা যখন কলম ধরেন, ইতিহাসের গতিপথের অনেক খানাখন্দ তখন পরবর্তী প্রজন্মের কাজে পরিষ্কার হয়ে যায়। লেখক-গবেষক রইসউদ্দিন আরিফ তেমনই একজন। জীবনের প্রথম অধ্যায়ে বিপ্লবী কর্মকাণ্ডে ব্যাপৃত থেকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে, সফলতা ও ব্যর্থতার নানা অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি লেখালেখির কাজে হাত দেন। তাঁর লেখা প্রথম বই বিপ্লবী জীবনের স্মৃতিচারণ ‘আন্ডারগ্রাউন্ড জীবনসমগ্র’ যা পাঠকদের মধ্যে বিপুল সাড়া জাগায়। এছাড়া তিনি বিগত তিন দশকে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, দর্শন, ইত্যাদি নানা বিষয়ে বেশ কিছু ব্যতিক্রমধর্মী বই লিখেছেন এবং পাঠকপ্রিয়তাও পেয়েছেন। লেখকের প্রায় সব বই-ই প্রকাশিত হয়েছে পাঠক সমাবেশ থেকে। এখন পাঠক সমাবেশ থেকেই প্রকাশিত হচ্ছে রইসউদ্দিন আরিফের ‘রচনাসমগ্রে’র প্রথম খণ্ড। এতে অন্তর্ভুক্ত হয়েছে ‘আন্ডারগ্রাউন্ড জীবনসমগ্র’ এবং ‘পেরুর গণযুদ্ধের কাহিনি’―এই দুটি বই। আরিফের রচনাসমগ্রের প্রথম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি, সমাজ-সংস্কৃতি নিয়ে লেখালেখি ও গবেষণার অঙ্গণে ব্যতিক্রমী লেখক। রইসউদ্দিন আরিফের জন্ম ১৯৪১ সালে, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার অজপাড়ায় এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারে। পড়ালেখা গ্রামের স্কুল, আনন্দমােহন। কলেজ, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। ষাটের দশকের প্রথমদিকে আনন্দমােহন কলেজে ছাত্রআন্দোলনের মাধ্যমে বাম রাজনীতির শুরু। সত্তরে। বিপ্লবী সিরাজ সিকদারের পূর্ববাংলা শ্রমিক আন্দোলনের সাথে যােগাযােগ। একাত্তরে সিরাজ সিকদারের নেতৃত্বাধীন পূর্ববাংলার সর্বহারা পার্টিতে যােগদান। বাহাত্তরের শেষেরদিকে রক্ষীবাহিনীর হুমকির মুখে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্ত্রী ও কোলের শিশুপুত্রসহ সার্বক্ষণিক বিপ্লবী ক্যাডার হিসেবে আত্মগােপন। কষ্টকর ও বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড জীবনযাপন কালে সহধর্মিনী কমরেড রাশিদা বেগম ওরফে রানুর অকালমৃত্যু। কমরেড সিরাজ সিকদার নিহত হওয়ার পর, ১৯৭৬ সালে সর্বহারা পার্টির অস্থায়ী পরিচালনা কমিটির (অপক) সম্পাদক নির্বাচিত হন। সাতাত্তর-আটাত্তরে কারাবরণ জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রচারবিমুখ। এই লেখক সক্রিয় রাজনীতি ছেড়ে দীর্ঘদিন যাবৎ ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতির বিষয় নিয়ে লেখালেখি ও গবেষণার কাজে সম্পৃক্ত আছেন। তার প্রকাশিত অনেক গ্রন্থের মধ্যে আন্ডারগ্রাউন্ড-জীবন সমগ্র - দেশে ও বিদেশে বহুল সমাদৃত।