পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্কে বত্রিশ বছরের যাপিত জীবন লেখক ফারুক ফয়সলের! তবু প্রতিদিন তাঁর মন কেমন করে দেশের জন্য! দেড়, দু'বছরে একবার করে যে মানুষটি দেশে যান স্বজন, পরিজন, বন্ধুজনদের দেখে আসতে, সে মানুষটির জুতসই ছুটি মিলছিল না বলে এবার দেরি হয়ে গেল অনেক। এরই মধ্যে আকস্মিক পৃথিবী জুড়ে নেমে এলো করোনা মহামারী। মৃত্যুপুরীর নিস্তব্ধতা নেমে এলো দেশে দেশে। মানুষের মৃত্যু কেবল একটি সংখ্যার হিসাবে পরিণত হলো যেন! দিনরাত কেবল বুক কাঁপানো অ্যাম্বুলেন্সের চিৎকার! সারারাত জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশে নিজের দেশ দেখা কিংবা স্বজনদের কথা ভাবা তাঁর। মন কাঁদে। যাঁদের চোখের সামনে জন্ম, বেড়ে ওঠা, তাঁদের সঙ্গে আর কখনো দেখা হবে না তবে? পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে, বিমান চলাচল শুরু হয়—দেশে যাওয়া হয় লেখকের। ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে ২০২২ সালের ১০ জানুয়ারি দেশে অবস্থান করেন। তখন পথে পথে ঘুরেছেন অনেক। কথা বলেছেন বিস্তর সমাজের নানা স্তরের নানা পেশার কর্মজীবী নারী-পুরুষের সঙ্গে। দূরে থেকে নানা মতের মানুষের নানান কথার সঙ্গে, নিজের মনে তৈরি হওয়া ধারণাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিতে চেষ্টা করেছেন। তাঁর সেই অভিজ্ঞতারই সহৃদয় বয়ান ‘কুড়িবাইশে এসে বাংলাদেশ' যা ইতোমধ্যে সাপ্তাহিক বাঙালীতে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে পাঠক সমাদৃত !