জীবন আসলেই চমকে ভরা, প্রতিটি বাঁকে বাঁকে... তাই মাঝে মধ্যে থমকে যেতে হয় আনন্দে, কষ্টে বা বিস্ময় এ... যেমন কখনো ভাবিনি যে আমার লেখা কবিতার বই ছাপা হবে! কিন্তু ঐ যে বললাম চমকপ্রদ কতকিছুই এক জীবনে ঘটে..., ঠিক তেমনটাই ঘটলো যেনো।একগাদা বন্ধু বান্ধবের অতি জোরালো উৎসাহ আর পেছনে লেগে থাকার ফলাফল আজকে আমার কবিতার বই। কবিতা সবসময়েই কিছু নিদিষ্ট সংখ্যক পাঠকের মাঝে সীমাবদ্ধ। কারণ অতি ব্যস্ত জীবনে কবিতার মর্মাথ নিয়ে ভাবার সময়ের মানুষের আজকাল নিদারুন অভাব। আমার নিজের কাছেই ছেলেবেলায় কবিতা বেশ দুর্বোদ্ধ ঠেকতো।কবিতার পড়া শুরু হলো পরিণত বয়সে এসে , তখন ভালো ও লাগলো, কিন্তু কবিতা লিখতে যেয়ে বুঝলাম কেন আগে ভালো লাগেনি, কিন্তু এখন চাইলেই লিখে ফেলা যায়।মন না পুড়লে কবিতা হয় না আসলে। গল্প যেমন সময় করে চুপচাপ বসে লিখে ফেলা যায় কিন্তু কবিতা একদমই অন্য কিছু, কোন উপসর্গ ছাড়াই মাথায় হুট করে দু লাইন ঢুকে পরে,এরপর না লেখা পর্যন্ত মাথায় ঘুরতে থাকে, ঐ দু 'লাইন লিখতে বসলে বাকি লাইন গুলো আপনা আপনি চলে আসে যেগুলো একটু আগে আমি নিজেও জানতাম না, পংক্তি গুলো তে থাকে নিজের চিন্তার পাশাপাশি আশেপাশের মানুষের জীবনধারা। এভাবেই আমি কবিতা, অনুকাব্য লিখি।বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে লেখা ছোট বড় মিলিয়ে শতাধিক কবিতা এই বইটি তে স্থান পেয়েছে। খুব সহজ সরল ভাষায় বোধগম্য করে লেখা কিছু পরীক্ষা নিরীক্ষামূলক কবিতা আছে , আছে বেশ কিছু বিষয় ভিত্তিক কবিতা আর সবসময়ের মতো প্রকৃতি, বৃষ্টি, মানব জীবন, দুঃখ,কষ্ট, প্রেম, মায়া, ভালোবাসা তো থাকবেই।
শায়লা জাবীন জন্মেছেন শ্রাবণ মাসের এক বৃষ্টিঝরা দিনে....। সারাজীবন মানুষ হবার সাধ, মেয়ে না, ছেলে তো নয়ই। বেড়ে ওঠা ও শিক্ষাজীবন ঢাকায়, স্কুল কলেজ পেরিয়ে গার্হস্থ্য অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ২০০৭ এ পাড়ি জমান অস্ট্রেলিয়াতে, বর্তমানে স্থায়ী ভাবে বসবাস করেন মেলবোর্ন এ। কর্মজীবন শুরু করেন ডিসএবল প্যারেন্টসদের কাউন্সেলিং এর মাধ্যমে এরপর কাজ করেছেন মেলবোর্ন এর সাউথ ইস্ট এ মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। খন্ডকালীন কাজ করেছেন ভোক্তার অধিকার ও অভিযোগ নিরসনে এবং মাইগ্রান্ট পিপলদের টিউটর হিসেবে। পরবর্তীতে পূর্ণকালীন যোগদান করেছেন অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের NDIS এ এবং বর্তমানে কর্মরত আছেন Australian Taxation Office তে। এছাড়াও জড়িত আছেন বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজে। লেখালেখি করেন ছোট বেলা থেকে যা মূলত নেশা, কিন্তু কখনো ভাবেননি নিজের বই বের হবে। বন্ধুবান্ধব সহ শুভাকাঙ্খীদের আগ্রহে লেখাগুলো ছাপার অক্ষরে প্রকাশ। বর্তমানে বেশিরভাগ লেখা ছাপা হয় জনপ্রিয় নিউজপোর্টাল জাগোনিউজ২৪ এবং প্রথম আলোতে। ফেসবুকের সাহিত্যবিষয়ক জনপ্রিয় গ্রুপ গুলোতেও লিখেন নিয়মিত। "নিচতারা" ছাপার অক্ষরে লেখা লেখকের প্রথম উপন্যাস। এটা ছাড়াও লেখকের অন্য দুটি বই এর একটি কবিতার বই "মুষল ধারে বৃষ্টি" এবং অন্যটি দাম্পত্য জীবনের মানসিক টানাপোড়ন নিয়ে লেখা মনস্তাত্তিক গল্পের বই "অমোচনীয় দাগ"। অবসরে বাগান করতে ও বই পড়তে পছন্দ করেন সংগ্রহে আছে ২৫০ এর অধিক গাছ।