প্রকাশকের কথা: কর্মময় জীবন এবং... গ্রন্থটি লেখকের একটি স্মৃতি কথা । বিচারক হিসেবে দীর্ঘ ত্রিশ বছরের মত বিভিন্ন জেলায় বিভিন্ন পদে থাকাকালীন সময়ে বিচিত্র সব ঘটনার বিচার করেছেন। অন্যায়, অপরাধ, বঞ্চনার শিকার বাদী, বিবাদী, আসামী ও সাক্ষীদের বক্তব্য শুনেছেন। বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছেন। বিচারককে প্রভাবিত করার অপচেষ্টা দেখেছেন। বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ঠদের সহযোগিতা ও অসহযোগিতা করতে দেখেছেন এবং প্রতিকূল অবস্থা মোকাবিলা করে বিচাকদের কিভাবে এগিয়ে যেতে হয় নিঃসংকোচ প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তাঁর এই লেখনীতে সততা, দক্ষতা, ব্যক্তিত্ব সাহসিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। লেখক অতি সংক্ষেপে তাঁর সময়ের এবং বর্তমান প্রেক্ষাপট অকপটে উল্লেখ করেছেন। লাল শালু চৌহদ্দির ভিতরের এবং বাইরের অবস্থাও লেখকের চোখ এড়িয়ে যায়নি। লেখক মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণের কথা বলেছেন। বইটিতে তাঁর পারিবারিক ঐতিহ্যও সংক্ষেপে উল্লেখিত হয়েছে। সব মিলিয়ে এইটি একজন বিচারকের নিখুঁত জীবনের কথা, যা অন্য বিচারককে সহায়তা করতে পারে। -প্রকাশক হাবিবুর রহমান সিজার