সময় যেমন বয়ে চলে মহাকালের অতল গর্ভে কালের সাক্ষী হয়ে নিজের নিজস্বতা নিয়ে তেমনি লেখক, গবেষক, শিক্ষক, ব্যাংকার এবং একজন মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ ড. মোহাম্মদ আবু তাহেরের ‘নির্বাচিত প্রবন্ধ’ কালের সাক্ষী হয়ে হয়তো হয়ে উঠবে অনন্য সৃষ্টিশীল, শৈল্পিক নিদর্শন। লেখকের লেখনিতে ফুটে উঠেছে অনন্য সৃষ্টিশীল চিন্তাধারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অনেক স্মরণীয় মানুষের জীবনকাহিনি, ফুটে উঠেছে সমাজের বিভিন্ন নীতি-নৈতিকতার অবক্ষয়ের অনবদ্য চিত্র, ফুটে উঠেছে অর্থনৈতিক, সামাজিক এবং মানবাধিকার-সম্পর্কিত বিভিন্ন বিষয়সমূহ। তিনি সৃষ্টিসুখের উল্লাসে হাসেন এবং অন্যকেও হাসান। তিনি কাঁদেন মানুষের দুঃখে। তিনি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সকল অন্যায়, অনিয়ম আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন তার ক্ষুরধার লেখনির মাধ্যমে। লেখক একজন সমাজ-সচেতন মেধাবী মানুষ হিসেবে সমাজের যে সকল বিষয়ে মানুষের অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন সেখানেই তার লেখনিকে ব্যবহার করেছেন সুনিপুণভাবে। তিনি সমস্যাকে চিহ্নিত করে সমস্যা সমাধানে নিজের অভিমত প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করেছেন। বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়সমূহ তার লেখনিতে বর্ণিত হয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। লেখক একজন সমাজ-সচেতন মানুষ হিসেবে সমাজের বিভিন্ন সমস্যাসমূহ যেমন তুলে ধরেছেন তেমনি সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন। তিনি বাংলাদেশের পর্যটন এবং বিভিন্ন পরিবেশগত-সমস্যার সমাধান ও সম্ভাবনাসমূহ তুলে ধরেছেন নিজস্ব যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে। তার লেখার সীমানা জাতীয় বিষয়সমূহের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট পর্যন্ত বিস্তৃৃত হয়েছে। লেখকের প্রবন্ধসমূহ সুশীল সমাজের বিভিন্ন মহলে প্রশংশিত এবং সমাদৃত হবে বলে বিশ্বাস করি। লেখক আবু তাহের একজন সমাজবান্ধব, প্রাজ্ঞ, মননশীল, সৃষ্টিশীল ও মানবিক লেখক। তার নির্বাচিত প্রবন্ধ সংকলনের প্রবন্ধগুলো সময়োপযোগী, প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত। লেখাসমূহ সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে যা বিদগ্ধ পাঠকের জ্ঞানকে সমৃদ্ধ করবে। আমি এই গ্রন্থটির ব্যাপক প্রসার প্রত্যাশা করি।